বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ফের দুর্নীতির তদন্তে রাজ্যের বিরুদ্ধে তদন্তে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ তুলল আদালত

ফের দুর্নীতির তদন্তে রাজ্যের বিরুদ্ধে তদন্তে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ তুলল আদালত

কলকাতা হাইকোর্ট। (ফাইল ছবি, সৌজন্য সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

মঙ্গলবার সেই মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল প্রশ্ন করেন, ‘২০১৭ সালের দুর্নীতিতে ২০১৯ সাল পর্যন্ত কোনও পদক্ষেপ কেন করেনি সরকার।

মালদায় বন্যাত্রাণ দুর্নীতিতে রাজ্য সরকারকে তুলোধোনা করল আদালত। মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে আগামী শুনানিতে তার জবাবদিহি তলব করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দোল।

২০১৭ সালে মালদা জেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে রাজ্য সরকার। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন বাড়ির মালিকদের ৭০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয় প্রশাসন। কিন্তু দেখা যায় জেলার বিস্তীর্ণ এলাকায় দুর্নীতি করে একই ব্যক্তির অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢুকিয়েছেন পঞ্চায়েতের মাতব্বররা।

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতেও দেখা যায় এই ঘটনা। সেখানে কারও কারও অ্যাকাউন্ট ৩ – ৪ বার টাকা ঢুকেছে বলে জানা যায়। এই দুর্নীতির সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল প্রশ্ন করেন, ‘২০১৭ সালের দুর্নীতিতে ২০১৯ সাল পর্যন্ত কোনও পদক্ষেপ কেন করেনি সরকার। তাহলে তো এই মামলাই হত না। আর মামলা না করলে তো দোষীরা শাস্তিই পেত না। তাহলে প্রশাসনের ভূমিকা কী? প্রশসন কি ঘুমাচ্ছিল?’

মামলাকারীর আইনজীবী আদালতকে বলেন, ‘দুর্নীতি যে হয়েছে তা রাজ্য সরকার স্বীকার করে নিলেও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি।’ এমনকী মামলাকারীর আইনজীবী সিবিআই তদন্তের দাবি করলে তাঁকে সমর্থন করেন অ্যাডভোকেট জেনারেল।

এই মামলায় আগামী শুনানিতে রাজ্যের কাছে জবাবদিহি তলব করেছে আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। আগামী ১১ নভেম্বর ফের শুনানি হবে এই মামলার।

 

বাংলার মুখ খবর

Latest News

স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.