এবার কোপ পড়ল অভিভাবকদের উপর। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর থেকে পরীক্ষাকেন্দ্রে আর প্রবেশ করতে পারবেন না অভিভাবকরা। পরীক্ষার সময় অপেক্ষা করতে দেখা যায় অনেক অভিভাবককে। আর তার ফলে একটা ভিড় তৈরি হয় পরীক্ষা কেন্দ্রের বাইরে। সেই জটলা চাইছে না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থী বাইরে বের হলেই অভিভাবক কিছু খাইয়ে দেবেন সেটা আর হবে না। ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে একটা যুগের অবসান হতে চলেছে। কারণ ২০২৬ সাল থেকে সেমেস্টার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।
আগামী ৩ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। আর শেষ হবে আগামী ১৮ মার্চ। ২০২৫ সালে অবশ্য পুরনো ছন্দেই ফিরবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। শুধুমাত্র হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা দু’ঘণ্টা হবে। সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বেলা ১২টা পর্যন্ত। সুতরাং সংশ্লিষ্ট সময়ে অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না পরীক্ষাকেন্দ্রে। এমনকী পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন থেকে যেতে পারবেন না।
আরও পড়ুন: ‘এই ঘটনা বাংলায় ঘটলে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হতো’, মহাকুম্ভ নিয়ে সরব অভিষেক
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সিভিক ভলান্টিয়াররাও এই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকতে পারবে না। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসাররা তেমনই ইঙ্গিত দিয়েছেন। সুতরাং এখন থেকেই সকলকে সতর্ক হয়ে যেতে হবে। উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে অভিভাবকের নাম করে অন্যরা প্রবেশ করে যায় বলে অভিযোগ উঠেছে। তাই এমন কড়াকড়ি করা হচ্ছে। বহিরাগতরাই প্রবেশ করে পড়ুয়াদের টুকলি করতে সাহায্য করে। এমনকী মোবাইল ও ইলেকট্রনিক্স গেজেট দিয়ে আসে। তাই এই বছর থেকে পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এখানেই শেষ নয়, ইতিমধ্যেই ১৪ জন এআই’কে রদবদল করা হয়েছে। তাঁরা এবার বাড়তি দায়িত্ব নেবেন পরীক্ষার সময়। কিন্তু সিভিক ভলান্টিয়াররা বাদ কেন? শিক্ষা সংসদ সূত্রে খবর, সিভিক ভলান্টিয়াররা স্থানীয় হয়ে থাকে। তাই তাঁদের সঙ্গে পরীক্ষার্থী যাঁরা একটা চেনা–পরিচিতি থাকতে পারে। আর তাই তাঁদের শুধু পরীক্ষাকেন্দ্রের বাইরেই রাখতে চায় সংসদ। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ২০২৪ সাল থেকে সিভিক ভলান্টিয়ার এবং অভিভাবক প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এবার সেই পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও। যদি সত্যিই কোনও অভিভাবকদের প্রবেশের প্রয়োজন হয় তাহলে পুলিশ অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে যাবে অভিভাবককে।