রাজ্যে ২ বারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুল শিক্ষা দফতরকে এমনই প্রস্তাব পাঠাতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষে লাগু হতে পারে নতুন পদ্ধতি।
এদিন চিরঞ্জীববাবু বলেন, রাজ্যের গৃহীত নতুন শিক্ষানীতিতে একাদশ দ্বাদশে সেমেস্টার পদ্ধতি চালু করার কথা বলা হয়েছে। সেই পদ্ধতি অনুসারে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২টি ভাগে করার পরিকল্পনা করেছি। ২টি পরীক্ষার গড় মানের ওপর তৈরি হবে মার্ক শিট। ইতিমধ্যে CBSE দুবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। তবে তারা ২টির মধ্যে যেটিতে ছাত্র ভালো করবে সেই নম্বরটিই গ্রাহ্য করবে। আমরা ২টি পরীক্ষার গড়ের ভিত্তিতে মার্ক শিট তৈরির পক্ষপাতী।
তিনি বলেন, আমরা এই প্রস্তাব স্কুলশিক্ষা দফতরের কাছে পাঠাব। প্রস্তাব গৃহীত হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা লাগু হবে। সেক্ষেত্রে ২০২৫ সালের নভেম্বর মাসে ছাত্ররা প্রথম পরীক্ষাটি দেবে। ২০২৬ সালের মার্চ মাসে হবে দ্বিতীয় পরীক্ষা।
তিনি আরও জানান, প্রথম পরীক্ষাটি হবে MCQ ধাঁচে। পরীক্ষা দিতে হবে OMR শিটে। দ্বিতীয় পরীক্ষা দিতে হবে সাদা কাগজে। সেখানে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
কেন্দ্রের শিক্ষানীতি প্রত্যাখ্যান করে নিজেদের শিক্ষানীতি প্রণয়ন করেছে রাজ্য সরকার। তাদের অভিযোগ, কেন্দ্রের শিক্ষানীতিতে শিক্ষার গেরুয়াকরণের চেষ্টা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সভাপতি শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করেই ২ ভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা বলেছেন। ফলে ২ ভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন এখন সময়ের অপেক্ষা।