ভালো ইলিশ খেতে চাইলে এবছর এই শেষ সুযোগ। কারণ, বিজয়া দশমীতেই শেষ হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানির সময়সীমা। বুধবারই ভারতে আসবে পদ্মার ইলিশের শেষ চালান। তবে এবারও ভারতে ইলিশ রফতানির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ।
গত কয়েক বছর ধরে ভারতে ইলিশ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতি বছর দুর্গাপুজোর আগে সেদেশের সরকারের অনুমতি নিয়ে প্রচুর ইলিশ রফতানি করছেন সেদেশের ব্যবসায়ীরা। এবছর রফতানির শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর। কিন্তু দুর্গাপুজো উপলক্ষে ৫ অক্টোবর পর্যন্ত রফতানি চালিয়ে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার। পুজোয় এপার বাংলায় ইলিশের চাহিদা মেটাতে ৮টি সংস্থাকে বিশেষ অনুমতি দেয় তারা। সেই সময়সীমা শেষ হচ্ছে বুধবার। সেদেশের মৎস্য দফতরের নিয়ম মেনে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকে। এই সময় মা ইলিশ পদ্মায় ডিম পাড়ে।
চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা গঙ্গোপাধ্যায়, ভর্তি হলেন হাসপাতালে
প্রতি বছরই পদ্মার ইলিশের অপেক্ষায় বসে থাকেন এপারের বাঙালিরা। কিন্তু এবারও রফতানির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। চলতি বছর ১১৫টি সংস্থাকে মোট ৪,৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল হাসিনা সরকার। কিন্তু ইলিশ এসেছে মেরে কেটে ১,৫০০ টন। এজন্য বাংলাদেশি ইলিশের আকাশছোঁয়া দামকে দায়ী করছেন অনেকে। ওদিকে ভারতে রফতানির জেরে বাংলাদেশেও ইলিশ সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে বলে অভিযোগ।