কলকাতা পুরসভার অধিবেশনে 'ভাষা সৌজন্য'। বিগত দিনে বিজেপির বিরুদ্ধে বারংবার হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই বিজেপিরই এক হিন্দিভাষী কাউন্সিলরকে কলকাতা পুরসভার অধিবেশনে বাংলায় বলতে বললেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের সেই 'অনুরোধ' রেখে নিজের মতো করেই বাংলায় বলার চেষ্টাও করলেন সেই কাউন্সিলর। শুক্রবার পুরসভার অধিবেশনে পাঁচ নম্বর প্রস্তাব রাখতে ওয়েলে ওঠেন উত্তর কলকাতার পোস্তা এলাকার বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা। তিনি বলতে শুরু করলে মেয়র ফিরহাদ হাকিম তাঁকে থামিয়ে দেন। তাঁকে বাংলায় বলার জন্যে বলেন। জবাবে বিজয় ওঝা ভাঙা ভাঙা বাংলায় জানান, তিনি হিন্দিতে সম্বোধন করেছেন। তবে প্রস্তাব রাখার সময় বাংলাতেই বলবেন। (আরও পড়ুন: ফের এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ল, এবার ১৬%, বর্ধিত ভাতা কার্যকর কবে থেকে)
আরও পড়ুন: লোকসভার পর ক্লাসটেস্টে ফেল BJP, ১৩ বিধানসভা উপনির্বাচনে ১টিতে ৭০০ ভোটে এগিয়ে পদ্ম
আরও পড়ুন: সময়ের আগে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছবে ভারত, দাবি নীতি আয়োগের
রিপোর্ট অনুযায়ী, শুক্রবার পুরসভার অধিবেশনের সময় বিজয় ওঝা ওয়েলে উঠে হিন্দিতে কথা বলতে শুরু করেন। তখন তাঁকে থামিয়ে মেয়র ফিরহাদ হাকিম বাংলায় বলতে বলেন। জবাবে বিজেপি কাউন্সিলর বলেন, 'হম হিন্দি মে সম্বোধন কিয়া। লেকিন বাংলা মে হি বোলেঙ্গে।' অর্থাৎ, হিন্দিতে সম্বোধন করলেও বাংলাতেই কথা বলব আমি। যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ, অন্যান্য সময় অধিবেশনে হিন্দিতেই নিজের বক্তব্য পেশ করে থাকেন বিজয় ওঝা। তবে এদিন সরাসরি মেয়র তাঁকে বাংলায় বলতে বলায় সেই 'অনুরোধ' ফেলতে পারেননি পোস্তা অঞ্চলের এই কাউন্সিলর। শুক্রবার তিনি যতক্ষণ বলেন, ততক্ষণ বাংলাতেই কথা বলার চেষ্টা করেন। এদিকে বলার সময় তাঁর 'ভুল' ধরিয়ে দেন তৃণমূল কাউন্সিররা। (আরও পড়ুন: রোজ সংবিধান হত্যা দিবস পালন হচ্ছে, তোপ খাড়গের,ইমারজেন্সিকে 'ঘটনা' আখ্যা কুণালের)
আরও পড়ুন: রাজভবনে সরকরি কর্মীকে মারধরের অভিযোগ রাজ্যপালের ছেলের বিরুদ্ধে, চরমে বিতর্ক
আরও পড়ুন: 'BJP যদি একই ভুল করে তাহলে লাভ কি…', কংগ্রেসের তুলনা টেনে কড়া বার্তা গডকরির
উল্লেখ্য, বাংলার রাজনীতিতে বরাবরই বিজেপিকে 'বাংলা বিরোধী' আখ্যা দেওয়ার চেষ্টা করে আসছে তৃণমূল। ভাষা নিয়ে তাই রাজনৈতিক তরজা এই রাজ্যে নতুন নয়। নির্বাচনী প্রচারে মোদী-শাহকে বাংলায় কথা বলার জন্যে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার ভিনরাজ্যের বিজেপি নেতারা এখানে এসে প্রচারে বাংলায় কথা বলতে গিয়ে উচ্চারণে ভুল থাকলে তা নিয়েও তরজা হয়েছে। বাঙালির মন জয় করতে বিজেপিও রাজ্যের সংস্কৃতির সঙ্গে নিজেদের জড়াতে চেয়েছে বারবার। দুর্গাপুজো হোক কি নেতাজির জন্মদিন, বিজেপি বাংলাকে ফোকাস রেখে এই সব ক্ষেত্রে বেশ জোর দিয়ে এসেছে।