বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মৃত BJP কাউন্সিলরের 'নির্দল' হয়ে দাঁড়ানো স্বামীকে সমর্থন হিন্দু মহাসভার

মৃত BJP কাউন্সিলরের 'নির্দল' হয়ে দাঁড়ানো স্বামীকে সমর্থন হিন্দু মহাসভার

প্রয়াত বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাস। 

দল থেকে টিকিট না পেয়ে তিনি ৮৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের স্বামী গৌরব ।

পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরের ক্ষোভ মিটছে না। প্রত্যাশামতো বিজেপি থেকে এবার প্রার্থী করা হয়নি অনেকেই। সেই তালিকায় রয়েছেন মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস। দল থেকে টিকিট না পেয়ে তিনি ৮৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। সেইমতো তিনি মনোনয়নপত্রও জমা দিয়েছেন। ইতিমধ্যেই, তাঁকে সমর্থন জানিয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এবার এই নির্দল প্রার্থীকে সমর্থন জানাল হিন্দু মহাসভা। যার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ল বিজেপি।

ওই ওয়ার্ডে হিন্দু মহাসভার পক্ষে একটি বড় অংশের ভোট রয়েছে। যে কারণে সেই ভোট বিজেপির ঝুলি থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে একদিকে ওয়ার্ডে বিজেপির ভোট যেমন কমতে পারে, তেমনইই তৃণমূলও লাভবান হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হিন্দু মহাসভা আজ সাংবাদিক বৈঠক করে গৌরব বিশ্বাসকে সমর্থনের কথা জানায়। উল্লেখ্য, ৮৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে রাজর্ষি লাহিড়িকে।

দলের প্রার্থী ঘোষণার পরেই বিস্ফোরক দাবি করেছিলেন গৌরব বিশ্বাস। তিনি বলেছিলেন, 'ঘটনার দিন একটি বাইক আমাদের ফলো করছিল। আমাদের মেয়ে সেই বাইক দেখেছিল। তারপর এই দুর্ঘটনা ঘটে।' তাঁর দাবি ছিল , শুধু তাঁর স্ত্রীকে নয়, তাকেও খুন করার পরিকল্পনা ছিল। গোটা পরিবারকে শেষ করার পরিকল্পনা ছিল। এরপর রূপা গঙ্গোপাধ্যায়ও তাকে সমর্থন করেন। তিনি বলেছিলেন,'তিস্তার মৃত্যু যে শুধুই দুর্ঘটনা নয়, তা ভালোমতোই বুঝতে পারছি।'

গৌরবের দাবি, তিনি এলাকায় মানুষের হয়ে কাজ করেছেন। নিজের চাকরিও ছেড়ে দিয়েছেন শুধু মানুষের কাজ করার জন্য। কিন্তু, বিজেপি কোনও দাম দেয়নি বলে তাঁর অভিযোগ। উল্লেখ্য, এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসুকে। গৌরবের অভিযোগ, 'তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্যই ওই ওয়ার্ডে তাঁর বদলে অন্য কাউকে প্রার্থী করেছে বিজেপি।'

বন্ধ করুন