বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ফেসবুকে লাইভ করায় এক হিন্দু যুবককে গ্রেফতার করল ইউনুস সরকার। বাংলাদেশের সুনামগঞ্জ থেকে বিপ্র দাস নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। তবে যুবকের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনও জানা যায়নি।
গত বুধবার বাংলাদেশের সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলা চালায় ইসলামি কট্টরপন্থীরা। ভাঙচুর করা হয় হিন্দুদের বাড়ি, দোকান ও মন্দির। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে সেই ঘটনার লাইভ স্ট্রিমিং করার জন্য বিপ্র দাস নামে সুনামগঞ্জের এক বাসিন্দাকে গ্রেফতার করে ইউনুসের সেনা। তবে সেই ঘটনায় হামলাকারীদের কাউকে গ্রেফতার করা হয়েছে বলে এখনও জানা যায়নি।
বিশেষজ্ঞদের মতে, শুধু হিন্দু নিপীড়ন নয়, সেই ঘটনার কথা যাতে গোটা বিশ্বে ছড়িয়ে না যায় সেজন্য মরিয়া হয়ে উঠেছে ইউনুস সরকার। হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনায় গোটা বিশ্বে নিন্দার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক সমালোচনা থেকে বাঁচতে আক্রান্তদেরই জেলে ভরছেন ইউনুস।
এছাড়া হিন্দু নেতা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুকে আদালতে পেশের দিন হামলায় আইনজীবীর মৃত্যুর ঘটনায় চন্দন দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টোগ্রাম পুলিশ।