বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Hiran-Dev: MLA/MP-দের বিজ্ঞাপনে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন হিরণের, উত্তর কি চাইলেন দেবের কাছে?

Hiran-Dev: MLA/MP-দের বিজ্ঞাপনে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন হিরণের, উত্তর কি চাইলেন দেবের কাছে?

নাম না করে দেবকে খোঁচা হিরণের

সাংসদ-বিধায়করা কি কোনও বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? এমনই প্রশ্ন বান তিনি ছুড়ে দিয়েছেন টুইটে। সেই প্রশ্নবাণের লক্ষ্যে কোনও নাম না থাকলেও মনে করা হয়েছে তৃণমূল সাংসদ দেবকে উদ্দেশ্যে করেন তিনি এই টুইট করেছেন।

এবার নাম না করে দেবকে খোঁচা হিরণের। সাংসদ-বিধায়করা কি কোনও বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? এমনই প্রশ্ন বান তিনি ছুড়ে দিয়েছেন টুইটে। সেই প্রশ্নবাণের লক্ষ্যে কোনও নাম না থাকলেও মনে করা হয়েছে তৃণমূল সাংসদ দেবকে উদ্দেশ্যে করেন তিনি এই টুইট করেছেন।

খড়্গপুরে বিধায়ক ইংরাজিতে টুইটটি ইংরাজিতে করেছেন যার তর্জমা করলে দাঁড়ায়, 'কোনও সাংসদ বা বিধায়ক কি বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? এ বিষয়ে কোনও আইন বা নীতি আমার জানা নেই। কেউ কি এ বিষয়ে আলোকপাত করতে পারবেন?'

সম্প্রতি দুই নায়কের মধ্যে যে বাকযুদ্ধ চলছে তাতে এই টুইট নবতম সংযোজন বলে মনে করছেন অনেকে।

যদিও দেবকে লক্ষ্য করে হিরণ একের পর এক ঝাঁঝালো আক্রমণ শানালেও দেব অবশ্য জবাবে বারবার তাঁদের বন্ধুত্বের প্রসঙ্গই বারবার তুলে ধরেছেন। কয়েকদিন আগে ঘাটালে একটি অনুষ্ঠানে বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে হিরণ বলেন,'ঘাটালের মানুষ ৭৫ বছর ধরে বন্যার জলে ঢুবে আছেন। রাজনৈতিক নেতারা ভোট চান। জেতার পর ফ্ল্যাটে থাকেন। মালদ্বীপে বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়ান। ঘাটালের মানুষ সেই জলেই ডুবে থাকেন।'

জবাবে দেব অবশ্য তাঁদের বন্ধুত্বের প্রসঙ্গ তুললেও, মন্তব্যে বন্ধবী প্রসঙ্গে হিরণের সমালোচনা করেন তিনি। মঙ্গলবার ঘাটালে পৌঁছে তিনি বলেন, এই মন্তব্য শুধু তাঁর 'গার্লফেন্ডে'র অপমান নয়, সব মেয়েদের অপমান। তাঁর দলের কর্মীদের দেব জানিয়ে দেন, বন্ধুর প্রশ্নের জবাব তিনি সব সময় দেবেন।

বন্ধ করুন