পিছিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ–সফর। এমনকী বাংলায় যেখানে তিনদিন তাঁর থাকার কথা ছিল সেটাও কমে হল একদিন। একুশের নির্বাচনের পরাজয়ের পর এটাই তাঁর প্রথম বঙ্গ–সফর। সুতরাং সেখানে এমন পরিবর্তন হওয়ায় হতাশ বিজেপি নেতারা।
রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন বলে বঙ্গ–বিজেপি তোড়জোড় করছে। এই পরিস্থিতিতে পিছিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ–সফর। এমনকী বাংলায় যেখানে তিনদিন তাঁর থাকার কথা ছিল সেটাও কমে হল একদিন। একুশের নির্বাচনের পরাজয়ের পর এটাই তাঁর প্রথম বঙ্গ–সফর। সুতরাং সেখানে এমন পরিবর্তন হওয়ায় হতাশ বিজেপি নেতারা।
তাহলে কবে আসছেন অমিত শাহ? সূত্রের খবর, পূর্ব সূচি অনুযায়ী তাঁর কলকাতা আসার কথা ছিল বুধবার। কলকাতায় পৌঁছে হিঙ্গলগঞ্জে বিএসএফের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তারপর যাওয়ার কথা ছিল শিলিগুড়িতে। নতুন সূচি অনুযায়ী, কলকাতায় ৪ মে’র পরিবর্তে তিনি ৫ মে কলকাতায় আসছেন এবং তিনদিনের জায়গায় আপাতত একদিনই থাকছেন।
শাহের সফর নিয়ে কী বলেছেন অভিষেক? এই বঙ্গ–সফর নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আসুক আসুক। অমিত শাহকে বাংলায় স্বাগত।’ কিন্তু বঙ্গ–বিজেপি নেতারা বুঝতে পারছেন না শাহের সফরসূচি পরিবর্তন হল কেন? এখানে বিধায়ক–সাংসদদের সঙ্গে তিনি মিলিত হবেন তাও সামান্য সময়ের জন্য। সবমিলিয়ে মাথায় হাত বঙ্গ–বিজেপির নেতাদের।