জেপি নড্ডা ঘুরে গিয়েছেন। এবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। অন্যদিকে ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই বাংলা থেকে আসন জোগাড় করতে মরিয়া তাঁরা। ইতিমধ্যেই চব্বিশে ২৪ আসন লক্ষ্য বেঁধে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কিন্তু মুখে বললেই তো আর আসন পাওয়া যায় না। তার জন্য চাই শক্তিশালী সংগঠন। বাংলায় যা বিজেপির নেই। এই অবস্থায় ২০২৩ সাল জুড়ে মোদী–শাহকে দিয়ে একাধিক সভা করাতে চায় বাংলার বিজেপি নেতারা। যা কৃষ্ণনগরে সভা করে শুরু করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এবার বাংলায় আসছেন অমিত শাহ।
কবে বাংলায় আসছেন শাহ? সূত্রের খবর, আগামী ১১ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর ১২ ফেব্রুয়ারি সকালে বঙ্গ–বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আর সেদিনই জনসভা করার কথাও আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অনুব্রতর গড় বীরভূমে প্রথম সভা করার কথা অমিত শাহের। ইতিমধ্যেই সেখানে প্রশাসনিক সভা করে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পাশে থেকে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আর তারই পাল্টা দিতে বাংলায় শাহী সফরের অনুরোধ করেছেন শুভেন্দু–সুকান্তরা।
আর কোথায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? আগামী ১২ ফেব্রুয়ারি আরামবাগে একটি সভা করার কথা শাহের। সেখানে সভা শেষ করে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সন্ধ্যায় কলকাতায় ফিরে আসবেন। আর ১২ তারিখ রাতের বিমানেই নয়াদিল্লি রওনা দেবেন অমিত শাহ। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাংলায় অমিত শাহকে চেয়েছিলেন বঙ্গ–বিজেপি নেতারাই। এমনকী নয়াদিল্লিতে দরবারও নাকি করেছিলেন। তাই বাংলায় শাহী আগমন বলে সূত্রের খবর।
আর কী জানা যাচ্ছে? বিজেপি সূত্রে খবর, যে দুটি জেলায় শাহ যাবেন সেই দুটিতেই সংগঠনের হাল বেহাল। এই রিপোর্ট ইতিমধ্যেই অমিত শাহের হাতে তুলে দিয়েছেন সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডে। সেটা একবার পরখ করে দেখে যেতে চান তিনি। আর এই ভাঙা সংগঠনের গাঙে পদ্ম ফোটাতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বাংলা জুড়ে মোট ১৪টি সভা করার কথা রয়েছে তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ২০২৪ সালের আগে বেশ কয়েকবার বাংলায় আসবেন বলে সূত্রের খবর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup