আজ, বৃহস্পতিবার ভোররাতে বাগুইআটির অর্জুনপুর খালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি আস্ত বাড়ি। যদিও প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা। দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ পল্লি এলাকায় ইতিমধ্যেই একাধিক বাড়িতে ফাটল ধরা পড়েছে। খালপাড়ে পাইলিংয়ের কাজ চলছে। এছাড়া চলছে সংস্কারের কাজও। অভিযোগ এই কারণে খালপাড়ের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
ঠিক কী ঘটেছে বাগুইআটিতে? স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই খাল সংস্কারের কাজ চলছে। বুধবার রাত সাড়ে ৩টে নাগাদ হঠাৎই ভেঙে পড়ে খালপাড়ের বাড়িটি। তাতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত পুরসভার প্রতিক্রিয়া মেলেনি। এখানে খালপাড়ের গা ঘেঁষে গজিয়ে উঠেছে একের পর এক ঘর। কোনটা টিনের চালা আবার কোনটা টালির। এখানে দিন আনা দিন খাওয়া মানুষের বসবাস। এখানে খালপাড়ে সংস্কারের কাজ চলছে। অভিযোগ, এই কাজের জেরে খাল সংলগ্ন বেশ কিছু বাড়িতে ফাটল দেখা গিয়েছে।
তারপর ঠিক কী ঘটল? এই ফাটলের জেরে বেশ কিছু বাড়ি খালিও করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে বুধবার রাত সাড়ে ৩টে নাগাদ ভেঙে পড়ে খাল ঘেঁষা একটি বাড়ি। তখন ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটার পর এখনও কাউন্সিলর আসেননি বলেই অভিযোগ। তবে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আর কী জানা যাচ্ছে? খাল পাড়ে বাড়ি ধসে পড়ায় এখানকার বাসিন্দাদের কপালে ভাঁজ পড়েছে। এখন তাঁরা কোথায় থাকবেন? বুঝতে পারছেন না। এখানে অনেকেই ঋণ নিয়ে বাড়ি–ঘর তৈরি করেছিলেন। এখনও সেই ঋণ শোধ করা হয়নি। তার মধ্যেই এমন বিপর্যয় সবাইকে খোলা আকাশের নীচে নিয়ে এসে দাঁড় করিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়।