টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। ভাঙা চাঙড়ের নীচে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকার বন্ডেল রোডে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ওই এলাকার একটি বিপজ্জনক পুরনো বাড়ির ঘরের মধ্যে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। আচমকা বাড়ির একাংশ ওই মহিলার উপর ভেঙে পড়ে।
সুরক্ষিত দূরত্বে সরার সময় পাননি তিনি। ভাঙা চাঙড়ের নীচে চাপা পড়ে যান ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কড়েয়া থানার পুলিশ। তারপরে ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম জসবিন্দর কউর। তিনি ওই বাড়িরই ভাড়াটিয়া বলে জানতে পেরেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জসবিন্দর নিজের ঘরের মধ্যে ছেলের জামা ইস্ত্রি করছিলেন। তখনই হুড়মুড়িয়ে তাঁর উপর ভেঙে পড়ে ঘরের একাংশ। ভাঙা চাঙরের তলায় চাপা পড়ে যান তিনি।
এই ঘটনার জেরেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এই বাড়ির একতলায় আরও ৭-৮টি পরিবার ভাড়া থাকে। এদিনের ঘটনার জেরে প্রাণের ঝুঁকির মধ্যে রয়েছেন তাঁরা। কারণ, যে কোনও সময় আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ওই পুরনো বাড়িটি বিপজ্জনক ঘোষণা করেছিল পুরসভা। তার সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে বাসিন্দারা থাকছিলেন ওই বাড়িতে। এমনকী, ওই বাড়ির রক্ষণাবেক্ষণ করা হত না বলেও অভিযোগ উঠেছে। ফলে, টানা বৃষ্টিতে বিপর্যয় নেমে এল ওই পুরনো বাড়িতে। প্রাণ ঝরল মহিলার।