বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ৫০,০০০ টাকা ‘ঘুষ’ দিয়ে চাকরি,৬ মাস মিলছে না বেতন, মেডিকেলে বিক্ষোভ সাফাইকর্মীদের

৫০,০০০ টাকা ‘ঘুষ’ দিয়ে চাকরি,৬ মাস মিলছে না বেতন, মেডিকেলে বিক্ষোভ সাফাইকর্মীদের

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি।

বিষয়টি নিয়ে তারা পুলিশকে জানিয়েছেন। পুলিশের কাছে অভিযুক্ত ঠিকাদার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কলকাতা মেডিকেল কলেজের সাফাইকর্মীদের ছয় থেকে সাত মাস ধরে বেতন না দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে বৃহস্পতিবার মেডিকেল কলেজের ১ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান সাফাইকর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। এই দাবিতে থানাতেও অভিযোগ জানিয়েছেন সাফাই কর্মীরা।

তাঁদের অভিযোগ, এক ঠিকাদারের অধীনে তাঁরা সাফাইকর্মী হিসেবে গত ছয় থেকে সাত মাস ধরে কাজ করছেন। কাজ পাওয়ার জন্য তাঁরা কেউ ৩০ হাজার আবার কেউ ৫০ হাজার টাকা দিয়েছিলেন। ওই ঠিকাদার তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি মাসে তাদেঁর ৭ হাজার ৩০০ টাকা করে বেতন দেওয়া হবে।

কিন্তু অভিযোগ, গত ছয়-সাত মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। তার ফলে তাঁদের পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তাঁরা পুলিশকে জানিয়েছেন। পুলিশের কাছে অভিযুক্ত ঠিকাদার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু রাতারাতি ওই ঠিকাদার গায়েব হয়ে গিয়েছেন বলে তাঁদের অভিযোগ।

এক বিক্ষোভকারী জানান, গত বুধবার পুলিশ এসেছিল। তারপর ঠিকাদারকে টাকা মেটানোর কথা বলেছিল পুলিশ। টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য এক বিক্ষোভকারীর অভিযোগ, ‘আমরা কেউ ৩০ হাজার আবার কেউ ৫০ হাজার টাকা দিয়ে এখানে কাজে লেগেছি। এখন আমরা বেতন পাচ্ছি না। আমাদের সংসার চলছে না। তাহলে আমরা কোথায় যাব! আমার রাস্তায় নেমে গিয়েছি।’ এই দাবিতে বৃহস্পতিবার মেডিকেল কলেজের এক নম্বর গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন কর্মীরা।

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.