বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > National Medical College Hospital: কন্যাসন্তান প্রসবের পর প্রসূতির দেহ উদ্ধার, ন্যাশনাল মেডিকেল কলেজে রহস্যমৃত্যু

National Medical College Hospital: কন্যাসন্তান প্রসবের পর প্রসূতির দেহ উদ্ধার, ন্যাশনাল মেডিকেল কলেজে রহস্যমৃত্যু

ন্যাশনাল মেডিকেল কলেজ। ছবি সৌজন্যে ফেসবুক।

এই ঘটনার পর পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে হঠাৎ রবিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যান গৃহবধূ। হাসপাতালে ভিজিটিং আওয়ার্সে গিয়ে তাঁর দেখা মেলেনি। রবিবারই হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। ওই গৃহবধূকে খোঁজার জন্য কোন‌ও চেষ্টা করা হয়নি।

আজ, সোমবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির রহস্যমৃত্যু ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। রবিবার দুপুর ১টা নাগাদ নিখোঁজ হয়ে যান ওই প্রসূতি। তখন বেনিয়াপুকুর থানাতে নিখোঁজের অভিযোগ দায়ের করেন প্রসূতির পরিবারের সদস্যরা। তারপর আজ, সোমবার সকালে প্রসূতি বিভাগের পিছন থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

ঠিক কী ঘটেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে?‌ হাসপাতাল সূত্রে খবর, মৃত প্রসূতির নাম আছিয়া বিবি। তিনি সন্দেশখালির বাসিন্দা এখানে ভর্তি হযেছিলেন। তাঁকে গত ২৬ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পরের দিনই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু রবিবার হঠাৎ তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ, সোমবার সকালে প্রসূতির দেহ উদ্ধার হয় হাসপাতাল চত্বর থেকেই। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবার।

দেহের অবস্থা কেমন ছিল?‌ এই প্রসূতির দেহ মিলেছে হাসপাতালের পিছন দিক থেকে। হাত পিছনে মোড়া করে বাঁধা, মাথার পিছনে গভীর ক্ষত। কান খুবলে গিয়েছে। আর উপুড় করে পড়ে ছিল দেহটা। কন্যা সন্তান প্রসবের পাঁচদিন পর প্রসূতির এমন পরিণতি দেখা গেল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনাস্থলে আসছেন লালবাজারের হোমিসাইড শাখার ওসি। এই ঘটনার খবর দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে।

পরিবারের ঠিক কী অভিযোগ?‌ এই ঘটনার পর পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে হঠাৎ রবিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যান গৃহবধূ। হাসপাতালে ভিজিটিং আওয়ার্সে গিয়ে তাঁর দেখা মেলেনি। রবিবারই হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। ওই গৃহবধূকে খোঁজার জন্য কোন‌ও চেষ্টা করা হয়নি। তাঁর হাত পিছনে মোড়া অবস্থায় বাঁধা ছিল। মাথা ফেটে গিয়েছে। কান, হাতের একাধিক জায়গায় মাংস খুবলে নেওয়ার চিহ্ন রয়েছে। কুকুর, বিড়াল আঁচড়ে খেয়েছে। ওয়ার্ডেই রোগিণীকে মেরে ফেলে দেওয়া হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.