বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Case: আরজিকরের সেমিনার হলে মহিলা চিকিৎসক ঘুমোচ্ছেন তা জানল কীভাবে অভিযুক্ত? ফোন খুলতেই এসব কী! চমকে উঠল পুলিশ

RG Kar Case: আরজিকরের সেমিনার হলে মহিলা চিকিৎসক ঘুমোচ্ছেন তা জানল কীভাবে অভিযুক্ত? ফোন খুলতেই এসব কী! চমকে উঠল পুলিশ

আরজিকর কাণ্ডে ধৃত অভিযুক্ত। (PTI Photo) (PTI)

বৃহস্পতিবার গভীর রাতে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল চেস্ট মেডিসিনের ওয়ার্ডের মধ্য় দিয়ে সে যাচ্ছে সেমিনার হলের দিকে। সেই সেমিনার হলে খুন হওয়া চিকিৎসকের দেহের পাশে পড়েছিল একটি সাদা রঙের হেডফোন।

নামঃ সঞ্জয় রায়

বাড়িঃ ভবানীপুর

পেশাঃ সিভিক ভলান্টিয়ার। 

আরজিকরে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার করা হয়েছে সেই সিভিক ভলান্টিয়ারকেই। কলকাতা পুলিশের আওতায় সে সিভিক ভলান্টিয়ারের পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে থাকত বলে খবর। একাধিক বিয়ে। শেষ স্ত্রীর ক্যানসারে মৃত্যু হয়েছিল। এমনকী রীতিমতো প্রভাবশালী হয়ে উঠেছিল সে। আরজিকরের আনাচে কানাচে তার যাতায়াত ছিল। অত রাতে ঢুকেছিল হাসপাতালে। ওয়ার্ড দিয়ে চলে গেল সেমিনার হলে। বারণ করবে সাহস কার!

রীতিমতো দাপুটে সিভিক। এলাকায় পুলিশ বলেই পরিচিত ছিল। আর সেই দাপটেই ঘুরত হাসপাতালে। 

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল চেস্ট মেডিসিনের ওয়ার্ডের মধ্য় দিয়ে সে যাচ্ছে সেমিনার হলের দিকে। সেই সেমিনার হলে খুন হওয়া চিকিৎসকের দেহের পাশে পড়েছিল একটি সাদা রঙের হেডফোন। 

রাত তিনটের সময় এক রোগীর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সেই সেমিনার হলে এসেছিলেন অপর এক জুনিয়র চিকিৎসক। তিনি পরে জানিয়েছিলেন রাত তিনটের সময় দেখা গিয়েছিল লাল রঙের কম্বল জড়িয়ে ঘুমোচ্ছেন মহিলা চিকিৎসক। 

এরপরেই সেমিনার হলের ভেতর হাড়হিম হত্যাকাণ্ড। তবে তদন্তের মোড় ঘুরিয়ে দিল সঞ্জয়ের হেডফোন। পুলিশ সিসি ক্যামেরা দেখে সঞ্জয়কে গ্রেফতার করার পরেই ব্লু টুথটা কানেক্ট করার পরেই দেখা যায় সেটা সঞ্জয়ের। আর ফোন খুলতেই দেখা যায় প্রচুর পর্নভিডিয়ো রয়েছে তার ফোনে।

অভিযোগ, মহিলা পুলিশ কর্মীদের ফোন করে উত্যক্ত করত এই সঞ্জয়। এমনকী কলকাতা পুলিশের একটি সমাজকল্যাণমূলক সংগঠনের আওতায় ছিল এই সঞ্জয়।  সেই সঞ্জয়ের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। তবে পুলিশের টানা জেরায় ভেঙে পড়েছিল সঞ্জয়। 

তবে এখানে দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, কেবলমাত্র যৌন লালসা মেটানোর জন্যই কি সঞ্জয় এই ঘটনা ঘটিয়েছিল? মহিলা চিকিৎসক যে ওখানে ঘুমোচ্ছেন তা জানল কীভাবে সঞ্জয়? আর কেউ কি যুক্ত ছিল এই খুনের ঘটনায়? অনেকদিন ধরেই কি সে টার্গেট নিচ্ছিল মহিলা চিকিৎসকদের? 

নানা প্রশ্নের উত্তর ঘুরছে অনেকের মনে। তবে বাসিন্দাদের অভিযোগ, রাস্তা থেকে হাসপাতাল সর্বত্র এই সিভিকদের দাপট। রাস্তায় তোলাবাজি থেকে গ্রামের মানুষকে চমকানো সর্বত্র সিভিকদের কাজে লাগানো হচ্ছে। এমনকী সরকারি হাসপাতালে যেখানে সেখানে ঢুকে পড়ার ক্ষেত্রে তাদের বাধা দেওয়ারও কেউ নেই। ওই রাতে মদ্যপ অবস্থায় সে ঢুকেছিল বলে অভিযোগ। আর তারপরই এই কাণ্ড! ধরা পড়েও উদ্ধত সঞ্জয়। 

বাংলার মুখ খবর

Latest News

ICC-তে জয় শাহ আসতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তায় PCB! আশ্বস্ত করলেন ICC CEO… মুম্বইয়ে লালবাগচা রাজার দর্শনে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী সিমরন! 'কালীঘাটে ডেকে মাথায় হাত ভুলিয়ে, ভয় দেখিয়ে আন্দোলন তোলা যাবে না, উনি ভেবেছিলেন…' ‘সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কোনও অফিশিয়াল অর্ডার বেরোবে না’ দলীপে চাপে শ্রেয়সের India D! রিঙ্কুর ব্যর্থতার দিনে শতরান India C-র ঈশ্বরণের… ‘আপনি তো নিজেই বচন দিয়ে চলে গেলেন, ওখানে হরিকথার আসর হচ্ছিল না কি?’ ‘আমরা ক্ষমা চাইছি’ ভারতে ইলিশ রফতানি বন্ধ নিয়ে বললেন বাংলাদেশের মৎস্যমন্ত্রী দুর্গাপুজোর হোর্ডিংয়ে বিজ্ঞাপন সংস্থা–কমিটির নাম বাধ্যতামূলক, ফরমান জারি পুরসভার 'মেয়ের গায়ে হাত দিতে অনুমতি লাগে না, অপরাধীর নারকো টেস্টে লাগে…', সরব অঙ্কুশ ভিনেশ ফোগাট চাননি আমরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করি: আইনজীবী হরিশ সালভের দাবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.