রেশন দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা কেমন তা জানতে জেল সুপারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ প্রেসিডেন্সি জেলের সুপারকে ২ সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে বলেছেন। প্রেসিডেন্সি জেলেই বন্দি রয়েছেন জ্যোতিপ্রিয়। মামলার পরবর্তী শুনানি ২ অগাস্ট।
আরও পড়ুন - ‘কেষ্ট তো জেলে! আমরা জিতলাম? ইডি-সিবিআই দিয়ে জেতা যাবে না,’ হুঁশ ফেরালেন সুকান্ত
পড়তে থাকুন - কুলতলিতে সাদ্দামের খাট সরাতেই বেরিয়ে এল গোপন সুড়ঙ্গ, মিশেছে খালে! হতবাক পুলিশ
এদিন আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী বলেন, ‘জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা খুব খারাপ। তাঁর ওজন কমে গিয়েছে। কিডনির অবস্থাও ভালো নয়। গত বছর গ্রেফতারির আগে চেন্নাই গিয়ে তাঁর কিডনির পরীক্ষা করানো হয়েছিল। গ্রেফতারির পর থেকে তাঁর কোনও পরীক্ষা হয়নি। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা জানতে বিশেষ ওই পরীক্ষা করা দরকারি।’
পালটা ইডির তরফে দাবি করা হয়, ‘গ্রেফতারির পর জ্যোতিপ্রিয়র যতগুলি শারীরিক পরীক্ষা হয়েছে তার কোথাও ওই নির্দিষ্ট পরীক্ষাটি করাতে হবে বলে কোনও উল্লেখ নেই। তাই সত্যিই ওই পরীক্ষা করার দরকার রয়েছে কি না সেটা আগে জানা দরকার। সেজন্য আগে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা জানা জরুরি।’
এর পরই প্রেসিডেন্সি জেলের সুপারকে ২ সপ্তাহের মধ্যে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি।
আরও পড়ুন - চলতি সপ্তাহ থেকে পোলট্রি মুরগি আসবে না বাজারে,পুলিশের জুলুম, আন্দোলনে ব্যবসায়ীরা
রেশন দুর্নীতিতে গত বছর দুর্গাপুজোর পর ২৬ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পর থেকেই শারীরিক অবস্থার অবনতির দাবি জানিয়ে আসছেন তাঁর আইনজীবীরা। মাঝে বেশ কিছুদিন SSKM হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।