ছোট নাগপুরের মালভূমিতে বৃষ্টিপাতের পরিমান কমায় অবশেষে বাঁধ থেকে জল ছাড়ার পরিমান কমালো DVC. তবে ততক্ষণে প্লাবিত হয়ে গিয়েছে নিম্ন দামোদর অববাহিকার একাধিক এলাকা। দামোদরের বাঁধ টপকে হাওড়া ও হুগলির একাধিক জায়গায় ঢুকছে জল। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমেছে প্রশাসন।
আরও পড়ুন - নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন
পড়তে থাকুন - বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার ১ লক্ষ কিউসেকের বেশি করে জল ছাড়ার পর সোমবার জল ছাড়ার পরিমান অনেকটা কমিয়েছে ডিভিসি। সোমহার ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে তারা। এর মধ্যে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে। যা জলবিদ্যুৎ তৈরির জন্য নিয়মিত ছাড়া হয়েই থাকে। এছাড়া পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হবে ৩৯ হাজার কিউসেক জল। ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকেও জল ছাড়ার পরিমান অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে ছাড়া জলে টইটুম্বুর হুগলি ও হাওড়ার নদীগুলি। হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকে বেশ কয়েকটি জায়গায় নদীবাঁধ উপচে জল ঢুকছে। তবে তাতে এখনও গ্রামগুলি প্লাবিত হয়নি। ইতিমধ্যে নীচু এলাকা থেকে মানুষদের সরকারি বন্যা আবাসে রাখা হয়েছে। সরানো হয়েছে বাঁধের ওপরে বসবাসকারীদের। ময়দানে নেমেছেন খোদ হাওড়ার জেলাশাসক ও প্রশাসনের আধিকারিকরা।
আরও পড়ুন - বিধানসভায় বেনজির সৌজন্য, বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা
ডিভিসির ছাড়া জলে হুগলির বেশ কিছু এলাকায় প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে। মুণ্ডেশ্বরী ও দামোদরের জলোচ্ছাসে খানাকুল ও গোঘাট ব্লকের বেশ কিছু এলাকায় চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। প্লাবনের আশঙ্কায় আরামবাগ মহকুমায় স্কুল ও কলেজগুলি ৩ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে পরীক্ষা।