বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাড়ির পাশে পুকুরে উদ্ধার নিখোঁজ বধূর দেহ, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বাড়ির পাশে পুকুরে উদ্ধার নিখোঁজ বধূর দেহ, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার। প্রতীকী ছবি।

পরিজন ও প্রতিবেশীদের দাবি, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করে ভাসিয়ে দিয়েছে স্বামী তাপস। ডোমজুড় থানায় তাপসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ওদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

দু’দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল নিহত বধূর দেহ। বধূর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগে সরব হয়েছেন পরিজন ও প্রতিবেশীরা। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ের কেশবপুর এলাকার ঘটনা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বামীকে।

নিহত মধুমিতা দাসের সঙ্গে তাপস দাসের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। দম্পতির ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা অছিলায় স্ত্রীর ওপর নির্যাতন করতেন তাপস। পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। মঙ্গলবারও দম্পতির মধ্যে তুমুল অশান্তি হয়। তার পর থেকে মধুমিতাদেবীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বধূর খোঁজে থানার দ্বারস্থ হয় পরিবার। তার পরও তাঁর সন্ধান মেলেনি। বৃহস্পতিবার বাড়ি থেকে ৫০ মিটার দূরে পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিজন ও প্রতিবেশীদের দাবি, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করে ভাসিয়ে দিয়েছে স্বামী তাপস। ডোমজুড় থানায় তাপসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ওদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। মধুমিতাদেবীর ছেলের কাছ থেকে মায়ের মৃত্যুর ব্যাপারে জানার চেষ্টা করছেন তাঁরা।

নিহতের পরিবারের এক সদস্য বলেন, বিয়ের পর থেকেই মেয়েটা সুখে ছিল না। নানা কারণে জামাই অশান্তি করত। আমরা অনেকবার বুঝিয়েছিলাম। কিন্তু কাজের কাজ হয়নি। কয়েকদিন চুপচাপ থাকলেও ফের অশান্তি শুরু করত। কিন্তু ও যে মেয়েকে মেরে ফেলতে পারে একথা কল্পনা করতে পারিনি।

 

বাংলার মুখ খবর

Latest News

মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.