বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রস্রাবের জন্য টাকা চাওয়ায় হাওড়া স্টেশনে বাতিল ২ ঠিকাদারের চুক্তি

প্রস্রাবের জন্য টাকা চাওয়ায় হাওড়া স্টেশনে বাতিল ২ ঠিকাদারের চুক্তি

হাওড়া স্টেশন। ফাইল ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আলোচনা শুরু হয়। টাকা নেওয়ার ছবি ভিডিয়ো করে পোস্ট করেন অনেকে। এর পরই নড়েচড়ে বসে পূর্ব রেল। যে ২টি সংস্থা ওই শৌচাগারগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তাদের মালিককে ডেকে পাঠান স্টেশন ম্যানেজার।

শৌচাগার ব্যবহারের জন্য টাকা নেওয়ায় হাওড়া স্টেশনের ২ ঠিকাদারের চুক্তি বাতিল করল পূর্ব রেল। শনিবার পূর্ব রেলের তরফে একথা জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, টেন্ডার ডেকে নতুন ঠিকাদার নিয়োগ করবে রেল।

হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স ও নিউ কমপ্লেক্সে শৌচাগার ব্যবহার করলেই টাকা নেওয়া হয় বলে অভিযোগ। যদিও শৌচাগারের সামনে স্পষ্ট লেখা রয়েছে ‘প্রস্রাব করার জন্য টাকা দিতে হয় না।’ কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্রাব করলেও ৩ টাকা করে আদায় করছেন শৌচাগার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারের কর্মীরা। ব্যস্ত সময় এই নিয়ে বিবাদ করেন না কেউ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আলোচনা শুরু হয়। টাকা নেওয়ার ছবি ভিডিয়ো করে পোস্ট করেন অনেকে। এর পরই নড়েচড়ে বসে পূর্ব রেল। যে ২টি সংস্থা ওই শৌচাগারগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তাদের মালিককে ডেকে পাঠান স্টেশন ম্যানেজার। কেন প্রস্রাব করার জন্যও টাকা নেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হয়। দেখানো হয় ভিডিয়ো। সন্তোষজনক জবাব না পাওয়ায় ২ ঠিকাদারের চুক্তি একতরফাভাবে বাতিল করে রেল। ৫ বছরের জন্য শৌচাগার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সংস্থাগুলি।

রেল সূত্রে জানা গিয়েছে, তদন্তে উঠে এসেছে প্রায় ২৩ মাস ধরে যাত্রীদের কাছ থেকে অবৈধ উপায় কোটি কোটি টাকা তুলেছে এই ২ সংস্থা। এর মধ্যে ১টি সংস্থাকে সেই টাকা জরিমানা হিসাবে রেলকে ফেরত দিতে বলা হয়েছে। রেলের তরফে আরও জানানো হয়েছে, নতুন টেন্ডার ডেকে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে।

 

বন্ধ করুন