বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > যাত্রীদের ব্যস্ততা থেকে ট্রেনের আনাগোনা নেই, তবু সেজে উঠেছে হাওড়া–শিয়ালদহ

যাত্রীদের ব্যস্ততা থেকে ট্রেনের আনাগোনা নেই, তবু সেজে উঠেছে হাওড়া–শিয়ালদহ

আলোকমালায় ঝলমল করছে শিয়ালদহ।

হাতে গোনা কিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন আছে৷ আর কিছু স্টাফ স্পেশাল৷

নিস্তব্ধ স্টেশন দুটির নাম—হাওড়া এবং শিয়ালদহ। এই নিস্তব্ধতার কারণ হল হারিয়ে যাওয়া চেনা ছবি। তাই আজ এই দুটি স্টেশনকে অনেকেরই অচেনা লাগছে। কারণ এখানে লোকাল ট্রেনের আসা–যাওয়া এখন নেই। মানুষের ভিড় সেভাবে চোখে পড়ছে না। হাতে গোনা কিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন আছে৷ আর কিছু স্টাফ স্পেশাল৷ তাই দুর্গাপুজোতে হাওড়া–শিয়ালদহ অচেনা হয়ে উঠেছে।

এই পরিস্থিতির জন্য দায়ী করোনাভাইরাস। যার জেরে স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে। অথচ ফি বছর পুজোর সময় অন্য রূপে দেখা যেত এই স্টেশন দুটিকে। সেখানে আজ নেই কোনও ব্যস্ততা। বরং নিস্তব্ধতা গ্রাস করেছে এই দুটি স্টেশনকে। তার মধ্যেই শিয়ালদহ শাখায় নাইট স্পেশাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। আবার আজ বিকেল থেকে বিধাননগর স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে না। তাই সবমিলিয়ে চেনা স্টেশন দুটি কেমন যেন অচেনা ঠেকছে অনেকের কাছেই।

তবে আগের মতোই স্টেশন দুটি সেজে উঠেছে আলোকসজ্জায়। দুর্গাপুজো উপলক্ষ্যে আলোকমালায় ঝলমল করছে হাওড়া–শিয়ালদহ। কিন্তু বিরাজমান নিস্তব্ধতার মধ্যে এটুকুই যেন প্রাপ্তি। হাওড়া স্টেশন বিল্ডিং দেখতে অত্যন্ত সুন্দর। সেখানে আলো দিয়ে সাজানো হওয়ায় আরও সুন্দর লাগছে। এবার স্টেশনটি সাজানো হয়েছে তিন রঙা আলোয়। তাতেই ফুটিয়ে তোলা হয়েছে মা দুর্গার মূর্তি।

পাশাপাশি ঢাক আর কাঁসরের মেলবন্ধনে সেজে উঠেছে স্টেশন চত্বরও। যদিও ফুড প্লাজা প্রতিবার সাজানো হয়। এ বার আর সেই ছবি ধরা পড়েনি। শিয়ালদহ স্টেশন সাজানো হয়েছে বাহারি সবুজ আলোর মালায়। সামনের নির্মীয়মাণ মেট্রো স্টেশনও আলোর মালায় উজ্জ্বল হয়ে উঠেছে। শিয়ালদহ স্টেশনের ভেতরের ভোলবদল হয়েছে। যদিও আগের মতো যাত্রী সেভাবে না থাকায় গমগম করা ব্যাপারটা এ বার নেই৷ তবে দূরপাল্লার ট্রেন ধরতে যাঁরা আসছেন, তাঁরাও বলছেন মন খারাপ লাগছে বটে, তবে স্টেশনের বাহারি আলো পুজোর মুড তৈরি করে দেয়।

এই বিষয়ে পূর্ব রেল সূত্রে খবর, বরাবরের মতো এবারও হাওড়া স্টেশনকে সুন্দর করে সাজানো হয়েছে। একইসঙ্গে সেজে উঠেছে আসানসোল ও কলকাতা স্টেশন। আসানসোল স্টেশনের ‘ট্রেন অন হুইলস’ রেস্তরাঁর ব্যাপক চাহিদা আছে। শিয়ালদহ স্টেশনকেও সাজিয়ে তোলা হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে উঠে ছন্দে ফিরবে হাওড়া–শিয়ালদহ বলে আশা করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.