সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর দিয়ে সোনা অন্যত্র পাচারের করিডর হিসাবে গড়ে তুলেছে পাচারকারীরা। আরব, দুবাই–সহ নানা দেশ থেকে বিপুল পরিমাণ সোনা নিয়ে কলকাতা দিয়ে পাচারের ছক করা হচ্ছে। তাই কলকাতা বিমানবন্দরে বারবার বিপুল পরিমাণ সোনা ধরা পড়ছে। অনেকে গ্রেফতারও হচ্ছে। কিন্তু তারপরও চেষ্টা থামছে না।
কলকাতা বিমানবন্দরে তখন চরম ব্যস্ততা। কারণ সেই সময় চলছিল বিমান অবতরণের তোড়জোড়। তারই মধ্যে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিমানের আসনের নীচ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা। যার বাজার মূল্য ২০ লাখ টাকার বেশি। এই বিপুল অর্থের সোনা দেখে চোখ কপালে উঠেছে সবার। পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
ঠিক কী ঘটেছে কলকাতা বিমানবন্দরে? স্থানীয় সূত্রে খবর, ওই বেসরকারি বিমানটির আসনের নীচে কুড়ি লক্ষ টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার হয়েছে। ওই সোনার বারগুলির ওজন প্রায় চারশো গ্রাম। এই সোনা যাতে প্রকাশ্যে না আসে তার জন্য ব্ল্যাক টেপ দিয়ে আসনের নীচে আটকানো ছিল। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
কেন বারবার এমন ঘটনা ঘটছে? সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর দিয়ে সোনা অন্যত্র পাচারের করিডর হিসাবে গড়ে তুলেছে পাচারকারীরা। আরব, দুবাই–সহ নানা দেশ থেকে বিপুল পরিমাণ সোনা নিয়ে কলকাতা দিয়ে পাচারের ছক করা হচ্ছে। তাই কলকাতা বিমানবন্দরে বারবার বিপুল পরিমাণ সোনা ধরা পড়ছে। অনেকে গ্রেফতারও হচ্ছে। কিন্তু তারপরও চেষ্টা থামছে না।