বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Durga Puja 2022: দুর্গাপুজোয় বাংলায় হাজির ২০ হাজার বিদেশি পর্যটক, কীসের প্রভাব পড়ল?‌

Durga Puja 2022: দুর্গাপুজোয় বাংলায় হাজির ২০ হাজার বিদেশি পর্যটক, কীসের প্রভাব পড়ল?‌

শ্রীভূমিতে তখন ঠাসাঠাসি ভিড়।

সরকারি তথ্য বলছে, একটা বড় অংশের পর্যটক এবার বাংলায় এসেছেন। তবে এই রাজ্যের বহু মানুষও এখন কাশ্মীর থেকে চারধাম, পাহাড় থেকে সমুদ্র—গন্তব্য করেছেন। শিলংয়ে মানুষ বেশি যাচ্ছেন। আর তারপরের চাহিদা কাশ্মীর ও লে–লাদাখ ট্যুরের। আর তারপরই রয়েছে রাজস্থান, আন্দামান। তবে চারধাম যাত্রার চাহিদাও তুঙ্গে।

শ্রীভূমিতে তখন ঠাসাঠাসি ভিড়। আর এই ভিড়েই দেখা গেল একঝাঁক বিদেশি পর্যটককে। এমনকী শুনতে পাওয়া গেল, ছেলেকে তাঁর বাবা বলছেন—পিছনে দেখ, কারা ঠাকুর দেখতে এসেছেন! আর বাবার কথা শুনে ছেলে পিছনে তাকাতেই দেখল রঙিন পাঞ্জাবি পরা লম্বা এক সাদা চামড়ার সাহেব। ভিড়ে তিনি দিব্যি দাঁড়িয়ে আছেন দেবীদর্শনের প্রতীক্ষায়। হ্যাঁ, এটাই এবারের কলকাতার ছবি।

কেন এত বিদেশি পর্যটক?‌ ইতিমধ্যেই গোটা দেশ তথা বিশ্ব জেনে গিয়েছে, বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। তার জন্য ১ সেপ্টেম্বর রাজপথে হেঁটেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারের শারদোৎসবের মেজাজ একটু আলাদা হবে সেটাই প্রত্যাশিত ছিল। খোদ ইউনেস্কোর প্রতিনিধি দল ঘুরে গিয়েছে মণ্ডপে মণ্ডপে। আর এখন মহাসপ্তমীতে কলকাতার দুর্গাপুজো নিয়ে বিদেশিদের উৎসাহ কার্যত চরমে। সরকারি তথ্য অনুয়ায়ী, পঞ্চমী পর্যন্ত ভিন দেশ থেকে অন্তত ২০ হাজার পর্যটক এসেছেন কলকাতা শহরে। সপ্তাহান্তে আসতে চলেছে আরও কয়েক হাজার। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, গত দু’সপ্তাহে কমপক্ষে ৩৭ হাজার মানুষ বিদেশ থেকে এসেছেন। এদের মধ্যে একটা বড় অংশই পর্যটক।

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতায় দুর্গাপুজো দেখতে আসার ধুম লেগেছে। দেশি–বিদেশি পর্যটকদের জন্য এবার প্রথম পুজো দেখার বিশেষ পাসের বন্দোবস্ত করেছে পর্যটন দফতর। যাতে তাঁরা ভিড় এড়িয়ে মণ্ডপে দুর্গাপুজো দেখতে পারেন। প্রায় ৪০টি প্যান্ডেলের সেই পাস স্বীকৃত পর্যটন সংস্থা এবং হোটেলগুলিই অনলাইনে ইস্যু করছে। সারারাত বাস, মেট্রো থেকে লোকাল ট্রেন চালু রয়েছে। ফলে বিদেশি পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে সর্বত্র।

পর্যটকরা কী শুধুই বাংলামুখী?‌ সরকারি তথ্য বলছে, একটা বড় অংশের পর্যটক এবার বাংলায় এসেছেন। তবে এই রাজ্যের বহু মানুষও এখন কাশ্মীর থেকে চারধাম, পাহাড় থেকে সমুদ্র—গন্তব্য করেছেন। শিলংয়ে মানুষ বেশি যাচ্ছেন। আর তারপরের চাহিদা কাশ্মীর ও লে–লাদাখ ট্যুরের। আর তারপরই রয়েছে রাজস্থান, আন্দামান। তবে চারধাম যাত্রার চাহিদাও তুঙ্গে। উত্তর সিকিমেও মানুষ যাচ্ছেন লম্বা ছুটিতে।

বন্ধ করুন