বিয়ের ৩ বছরের মধ্যে গৃহবধূর মৃত্যুতে গ্রেফতার স্বামী। কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব আনন্দপল্লির ঘটনা। নিহত বধূর নাম মীনাক্ষী নস্কর। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী বাবাই নস্করকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ৩ বছর আগে বিয়ে হয় রাজু ও মীনাক্ষীর। তার পর থেকেই তাঁর ওপর চরম নির্যাতন শুরু হয়। পণের দাবিতে বধূকে মারধর করা হত বলেও অভিযোগ প্রতিবেশীদের। গত ৩ নভেম্বর শ্বশুরবাড়ি থেকে বধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর পর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে ৬ নভেম্বর মৃত্যু হয় তাঁর।
মীনাক্ষীর মামাবাড়ির তরফে এর পর স্বামী বাবাই নস্করের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে বাবাইকে রবিবার গ্রেফতার করে পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার চলত মীনাক্ষীর ওপরে। শারীরিক নির্যাতনও করা হত। একাধিকবার হস্তক্ষেপ করলেও বাবাইয়ের নির্যাতন কমেনি। যার জেরে আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন বধূ। অভিযুক্ত বাবাই নস্করের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নিহতে পরিজন ও প্রতিবেশীরা।