বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mahua Moitra' নদিয়ায় আছি, চাইলে গ্রেফতার করুন, আমার ছাতা…' মহিলা কমিশনকে পালটা চ্যালেঞ্জ মহুয়ার

Mahua Moitra' নদিয়ায় আছি, চাইলে গ্রেফতার করুন, আমার ছাতা…' মহিলা কমিশনকে পালটা চ্যালেঞ্জ মহুয়ার

নদিয়ায় আছি, চাইলে গ্রেফতার করুন, আমার ছাতা…মহিলা কমিশনকে পালটা চ্যালেঞ্জ মহুয়ার (PTI Photo/Kamal Kishore) (PTI)

উত্তরপ্রদেশের হাথরসে গিয়েছিলেন রেখা শর্মা। সেখানকার একটি ভিডিয়ো সামনে আনা হয়েছিল। সেখানেই নানা মন্তব্য করেছিলেন মহুয়া। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল রেখা শর্মা হাঁটছেন। আর অপরজন তাঁর মাথায় ছাতা ধরে রয়েছেন।

এবার জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে পালটা ফুঁসে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বলা ভালো রীতিমতো চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিশানা করে কিছু মন্তব্য করেছিলেন মহুয়া। এরপরই এনিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধে।

উত্তরপ্রদেশের হাথরসে গিয়েছিলেন রেখা শর্মা। সেখানকার একটি ভিডিয়ো সামনে আনা হয়েছিল। সেখানেই নানা মন্তব্য করেছিলেন মহুয়া। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল রেখা শর্মা হাঁটছেন। আর অপরজন তাঁর মাথায় ছাতা ধরে রয়েছেন। মহুয়া মৈত্র তাঁর মন্তব্যে এনিয়ে এমন মন্তব্য করেছিলেন যা জাতীয় মহিলা কমিশনের শোভন বলে মনে হয়নি। এরপরই জাতীয় মহিলা কমিশন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তৎপর হয়েছিল।

এরপর মহুয়ার বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলাও হয়। এমনকী এটাও বলা হয় যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটা এফআইআর নথিভুক্ত করা দরকার ও ৩ দিনের মধ্য়ে কমিশনকে একটি বিশদ রিপোর্ট জানানো দরকার।

এরপরই ফুঁসে উঠলেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, আসুন দিল্লি পুলিশ এই সুয়োমোটো অর্ডারের পরিপ্রেক্ষিতে অবিলম্বে ব্যবস্থা নিন। যদি তাড়াতাড়ি গ্রেফতার করতে চান তবে আমি বলছি আগামী তিনদিন নদিয়ায় আমি আছি। আমি আমার মাথায় ছাতা নিজেই ধরতে পারি।

এবার দেখা যাক জাতীয় মহিলা কমিশন কী জানিয়েছিল?

জাতীয় মহিলা কমিশন জানিয়েছিল, জাতীয় মহিলা কমিশন মহুয়া মৈত্র যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে স্বতপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনসিডব্লিউর চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে তিনি মন্তব্য করেছিলেন। এটা মহিলাদের সম্মানহানির পক্ষে যথেষ্ট। ভারতীয় ন্য়ায় সংহিতার ৭৯ ধারা অনুসারে এটা মর্যাদাহানিকর। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। তিনদিনের মধ্য়ে বিস্তারিত অ্যাকশন রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল জাতীয় মহিলা কমিশনের তরফে।

আর জাতীয় মহিলা কমিশনের সেই নির্দেশের পালটা দিলেন মহুয়া মৈত্র। রীতিমতো খোলা চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি।

এদিকে এসবের মধ্য়ে বিজেপির এক নেত্রীর পক্ষ থেকেই পালটা ছবি শেয়ার করা হয়েছে। সেখানে এমন ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা গিয়েছে মহুয়ার মাথায় ছাতা ধরা রয়েছে। সেই ছবি দেখিয়ে উল্লেখ করা হয়েছে যে আপনি ওই সময় …?

সেই সঙ্গেই এবার রেখা শর্মার একাধিক টুইট সামনে এনেছেন মহুয়া মৈত্র। সেসব দেখিয়ে মহুয়া লিখেছেন, দিল্লি পুলিশ নয়া আইনে আপনি কি এই সিরিয়াল অফেন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?

 

বাংলার মুখ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.