বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'আমি এখনও টাইগার, শাহেনশা,' ঘাসফুলের বাগানে কেষ্টর পরে নয়া 'বাঘ' বাবুল সুপ্রিয়

'আমি এখনও টাইগার, শাহেনশা,' ঘাসফুলের বাগানে কেষ্টর পরে নয়া 'বাঘ' বাবুল সুপ্রিয়

মন্ত্রী বাবুল সুপ্রিয় (ছবি সৌজন্যে পিটিআই)

বাবুলের এই টুইটের পরে নানা মন্তব্য ভাসছে সোশ্যাল মিডিয়ায়। এক বিজেপি নেতা পালটা টুইট করে জানিয়েছেন, আপনি বিজেপিতে বাঘ ছিলেন। তবে এখন আমি কেউ নন। অন্যদিকে অপর একজন জবাব দিয়েছেন, বীরভূমের বাঘ তো তিহাড় জেলে হাওয়া খাচ্ছে, এই টাইগার কোথায় যাবে? 

বিজেপিকে বিঁধে বিস্ফোরক টুইট করেছেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এর আগে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলে উল্লেখ করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজেই নিজেকে বাঘ বলে উল্লেখ করলেন।

তিনি লিখেছেন, আমি এখনও বাঘই আছি কারণ ওই দুজন বাঘের উপর না বলার 'জিগর' ছিল আমার , তারা তো নিজেদের সিংহ রাজা ভাবতেন। আমি আমার নিজের জীবনে আজও শাহেনশা। আমি ধান্দাবাজ নই। কিন্তু আপনারা ধর্মান্ধ ভক্ত , আপনাদের জন্য দুঃখ হয় তবে আমার ভালোবাসা আপনাদের জন্য থাকল। লাভ সাইন দেখিয়েছেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিনি মোদী, অমিত শা কে নাম না করে সম্ভবত বিঁধেছেন। তবে কিছুদিন আগেও বাবুল বিজেপিতেই ছিলেন। গানও করেছিলেন, এই তৃণমূল আর না। আর সেই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে। তবে তাৎপর্যপূর্ণভাবে সম্প্রতি প্রকাশিত দলের রাজ্য বা জাতীয় মুখপাত্রের তালিকায় নাম নেই বাবুল সুপ্রিয়র। এনিয়ে ইতিমধ্যেই খোঁচা দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। তবে এবার কার্যত ফুঁসে উঠলেন বাবুল সুপ্রিয়। নিজেকে কার্যত বাঘ বলেই ঘোষণা করে দিলেন তিনি।

বাবুলের এই টুইটের পরে নানা মন্তব্য ভাসছে সোশ্যাল মিডিয়ায়। এক বিজেপি নেতা পালটা টুইট করে জানিয়েছেন, আপনি বিজেপিতে বাঘ ছিলেন। তবে এখন আমি কেউ নন। অন্যদিকে অপর একজন জবাব দিয়েছেন, বীরভূমের বাঘ তো তিহাড় জেলে হাওয়া খাচ্ছে, এই টাইগার কোথায় যাবে?

অপর একজন লিখেছেন, কিছুদিন আগেও তো আপনি এই অন্ধদের দলেই ছিলেন। মোদীর মন্ত্রিসভাতেও ছিলেন। এমন একটি পার্টিতে কেন আপনি আপনার রাজনৈতিক কেরিয়ার শুরু করতে গেলেন?

অপর একজন লিখেছেন, যখন নৈতিকতার চেয়ে চেয়ারের মূল্য বেশি হয়, মানুষ তখন আপনার মতোই হয়। নিঃসন্দেহে আপনি এখনও টাইগার, শুধু আপনার ক্ষেত্রে একটাই পরিবর্তন হয়েছে গলার উত্তরীয়টা বদলে গিয়েছে, বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছেন তিনি।

অপর একজন লিখেছেন, গোটা বাংলা যখন চেষ্টা করছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে তখন আপনি দুর্নীতিগ্রস্তদের পাশে রয়েছেন।আসলে আপনার লড়াই কোনওদিনই বাংলার জন্য ছিলেন না। শুধু নিজের জন্য গোছাতে চেয়েছিলেন। স্বঘোষিত টাইগার একটা সময় বলতেন এই তৃণমূল আর না। আর তিনি এখন বলছেন দিদি জিন্দাবাদ।

অপর একজন লিখেছেন, আপনিবাস্তবিকই একজন বাঘ। কিন্তু আপনি পেপার টাইগার ছিলেন। যখন বিজেপি নেতাদের উপর হামলা করা হয়েছিল তখন সবাই আপনার জিগর দেখেছিল।।যখন বিজেপি কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল তখন আপনি আপনার টয়েটো গাড়ি বাঁচানোর চেষ্টা করতেন।

 

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.