বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bratya Basu: ‘আমি কাউকে চিনি না’, প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত চিঠি নিয়ে বললেন ব্রাত্য

Bratya Basu: ‘আমি কাউকে চিনি না’, প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত চিঠি নিয়ে বললেন ব্রাত্য

ব্রাত্য বসু

চিঠি দিয়ে অশোক রুদ্র দাবি করেছিলেন, অনেককে দূরবর্তী স্কুলে বদলি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই তৃণমূল দলের সঙ্গে যুক্ত। সংগঠনের তরফে চিঠি দিয়ে মন্ত্রী ব্রাত্য বসুর কাছে সেই দাবিদাওয়া জানানো হয়েছে। একইসঙ্গে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত চিঠি নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্টে প্রাথমিক শিক্ষকদের তৃণমূল সংগঠনের লেখা চিঠি নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে গিয়ে শিক্ষামন্ত্রী বললেন, ‘কে এই অশোক ভদ্র? আমি তো তাকে চিনতে পারছি না।’ বদলির বিরোধিতা সহ বেতন বৃদ্ধির দাবিতে ব্রাত্য বসুকে চিঠি দিয়েছিলেন শাসক দলের প্রাথমিক শিক্ষকদের সংগঠনের সভাপতি অশোক রুদ্র। সে প্রসঙ্গেই একথা বলেন মন্ত্রী।

পড়ুয়ার অভাবে ধুঁকছে বহু স্কুল, জেলাশাসকদের কাছে রিপোর্ট চাইল শিক্ষা দফতর

চিঠি দিয়ে অশোক রুদ্র দাবি করেছিলেন, অনেককে দূরবর্তী স্কুলে বদলি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই তৃণমূল দলের সঙ্গে যুক্ত। সংগঠনের তরফে চিঠি দিয়ে মন্ত্রী ব্রাত্য বসুর কাছে সেই দাবিদাওয়া জানানো হয়েছে। একইসঙ্গে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রধান শিক্ষক প্যানেল তৈরির আবেদন করার পাশাপাশি শিক্ষকদের স্বাস্থ্যসাথীর পরিবর্তে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনারও দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের তরফে সভাপতি অশোক রুদ্র জানান, ‘আমরা শিক্ষামন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষকদের কিছু দাবি-দাওয়া নিয়ে চিঠি দিয়েছি। অনেক স্কুলেই প্রধান শিক্ষক নেই। তার বদলে টিচার ইনচার্জ দিয়ে কাজ হচ্ছে। তাই আমরা প্রধান শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানিয়েছি। সে বিষয়ে মন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। মন্ত্রী গুরুত্ব দিয়ে আমাদের কথা শুনেছেন এবং তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।’ উল্লেখযোগ্য বিষয় হল তারপরেও মন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, তিনি সভাপতিকে চেনেন না, যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বন্ধ করুন