কর্নাটকে বিশাল জয়লাভ করেছে কংগ্রেস। তারপর থেকে রাহুল গান্ধীর নাম পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে বিভিন্ন মহলে। এরই মধ্যে বুধবার কংগ্রেস নেতা আচার্য প্রমোদ প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য বিরোধী দলগুলির কাছে অনুরোধ জানিয়েছেন। এনিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যোগ্য নয় বলেই মত সৌগত রায়ের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, ‘আমি প্রিয়াঙ্কা গান্ধীকে চিনি না। রাহুল গান্ধীকে আমি চিনি। লোকসভায় অনেকদিন ওনার সঙ্গে দেখা হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে আমি কিছুই জানিনা। মানুষ বলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর কিছু মিল রয়েছে। হিমাচল প্রদেশ এবং কর্নাটকে কংগ্রেসকে ভালো ফল করাতে উনি সাহায্য করেছেন ঠিকই, কিন্তু উত্তরপ্রদেশে তিনি কোনও প্রভাব ফেলতে পারেননি। তাছাড়া প্রিয়াঙ্কা গান্ধী এখনও পর্যন্ত লোকসভা বা বিধানসভার সদস্য হননি। তাই এই সমস্ত কথা বলার কোনও মানে হয় না। এই ধরনের কথা মানুষের মধ্যে দ্বিধার জন্ম দেয়। কোনও কিছু ভাবনা না চিন্তা করে না করেই মানুষ এই সব বলে দেয়। এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়।’
উল্লেখ্য, কংগ্রেস নেতা প্রমোদ আচার্য বুধবার বলেন, ‘বিরোধীরা যদি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে পরাজিত করতে চাই তাহলে তাদের সামনে একটি বড় মুখ আনতে হবে, যিনি জনপ্রিয়, বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য হবেন।’ তিনি বলেন, ‘আমি মনে করি প্রিয়াঙ্কা গান্ধী সেরকমই একজন নেত্রী। আমি বিরোধী দলগুলির কাছে তাঁকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য আবেদন জানাচ্ছি।’
২০২৪ সালের লোকসভা ভোট প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘এই ভোটের আগে অনেকগুলি বিষয় আছে সেগুলিতে নজর দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন যে দল যে রাজ্যে বেশি ক্ষমতাশালী সেই দলের হাতেই সেই রাজ্যকে ছেড়ে দেওয়া উচিত। এটাই সম্ভাব্য রাস্তা বলে আমি মনে করি।’
যদিও বিজেপি বিরোধী জোট আদৌও সম্ভব কিনা তা নিয়ে বিরোধীদলের মধ্যে সংশয় রয়েছে। কর্ণাটকের বিধানসভা ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেও কংগ্রেসের নাম উচ্চারণ করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল যে থাকবে না তা বরাবরই বেশ স্পষ্ট করে দিয়েছে দল। এবার তেমনই ইঙ্গিত দিলেন সৌগত রায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup