বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CPIM leader on supporting Abhijit: ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের

CPIM leader on supporting Abhijit: ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের

টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই দিলেন সিপিআইএম কাউন্সিলর। (ছবি সৌজন্যে পিটিআই এবং ফেসবুক)

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ানো নিয়ে সাফাই দিলেন কলকাতা পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায়। তিনি দাবি করেছেন যে ইংরেজি খুব একটা ভালো বুঝতে পারেন না। যে ওসিকে গ্রেফতার করেছে সিবিআই।

'শকিং, দ্য ওয়ে অভিজিৎদা হ্যাজ বিন ভিক্টিমাইজড…শেম'- সিপিআইএম নেত্রীর সেই একটা লাইন নিয়েই অস্বস্তিতে পড়ে গিয়েছে বাম ব্রিগেড। পরবর্তীতে কলকাতা পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় সেই লাইন মুছে দিলেও বিতর্ক থামেনি। বরং তিনি যে সাফাই দিয়েছেন, তা নিয়ে পালটা খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম কাউন্সিলর দাবি করেন যে তিনি ইংরেজি ভালো বুঝতে পারেন না। আর সেই পরিস্থিতিতে ইংরেজিতে লিখতে গিয়ে ভুল হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। পালটা খোঁচা দিয়ে তৃণমূল নেতাদের দাবি, প্রাথমিক স্কুল থেকে ইংরেজি তুলে দিয়ে বামফ্রন্ট সরকার যে সর্বনাশ করেছিল, সেটা বোঝাই যাচ্ছে।

আর সেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বিশ্বক মুখোপাধ্যায়ের একটি পোস্টের পরে। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট-সহ সাতটি অভিযোগে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারির পরে ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার কালো করেন বিশ্বক। সেইসঙ্গে পুলিশকে গ্রেফতার করার বিষয়টি যে ‘ভুল’ হয়েছে এবং তাঁর প্রতি সংহতি জানাতে কমপক্ষে একদিনের জন্য প্রোফাইল পিকচার কালো করার আর্জি জানান তিনি।

আরও পড়ুন: Mamata and Police Abhijit: ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা’, ধরল CBI

‘মানুষ অন্যায়কে অন্যায় বলতে ভুলে গিয়েছে’

আর সেই পোস্টের নীচেই ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা লেখেন, ‘শকিং, দ্য ওয়ে অভিজিৎদা হ্যাজ বিন ভিক্টিমাইজড…শেম।’ সেই কমেন্টের জবাবে বিশ্বক লেখেন, 'একদম দিদি....আমরা ওর পাশে আছি… আশা করি, আপনাদের মতো কয়েকজন ভালো মানুষ নিশ্চয়ই ওঁর পাশে থাকবেন।’ সেটার প্রত্যুত্তরে নন্দিতা লেখেন, ‘নিশ্চয়ই। আসলে মানুষ অন্যায়কে অন্যায় বলতে ভুলে গিয়েছে, নিজেরা হাজারো অন্যায় করলেও।’

আলিমুদ্দিন থেকে কমেন্ট ডিলিটের নির্দেশ

আর সেই কথোপকথনের বিষয়টি সামনে আসার পরই হইচই শুরু হয়ে যায়। ছড়িয়ে পড়ে সেই কথোপকথনের স্ক্রিনশট। সূত্রের খবর, আলিমুদ্দিন স্ট্রিট থেকে শীর্ষনেতার ফোন যায় এক সিপিআইএম নেতার কাছে। সেখান থেকে আবার নন্দিতার কাছে দ্রুত সেই মন্তব্য ডিলিট করে দেওয়ার নির্দেশ যায়। সেইমতো কাজ করেন নন্দিতা।

আরও পড়ুন: Junior Doctors' on Kalighat meeting: ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’

ইংরেজি অত বুঝি না, সাফাই CPIM কাউন্সিলরের

তাতে অবশ্য বিতর্ক থামেনি। অস্বস্তির মুখে সিপিআইএমের কাউন্সিলর নন্দিতা দাবি করেন যে তিনি নাকি তেমন ইংরেজি বুঝতে পারেন না। তাই ওরকম মন্তব্য করে ফেলেছিলেন। ইংরেজিতে লিখে ভুল করে ফেলেছেন বলেও জানান নন্দিতা। আর নন্দিতার সেই প্রতিক্রিয়া নিয়ে পালটা খোঁচা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ঘাসফুল শিবিরের বক্তব্য, প্রাথমিক স্কুলে ইংরেজি তুলে দিয়ে বামেরা যে কী সর্বনাশ করেছে, সেটা বোঝা গেল। 

আরও পড়ুন: Lady Junior Doctors crying at Kalighat: ‘দরজাটা বন্ধ করে দিলেন’, মমতার বাড়ির সামনে হাউ-হাউ করে কেঁদে ফেললেন ডাক্তাররা

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২ ২০ উইকেট নিতে হবে জিততে গেলে! পিচ বিতর্ক ঢাকতে বোলারদের ওপর দায় চাপালেন মাসুদ… মণ্ডপে ঢুকে ভাঙা হল দুর্গা প্রতিমার হাত, হাদরাবাদের ঘটনায় অশান্তি বৈদ্যবাটির দুর্গাপুজো মণ্ডপে শিকলবন্দি উট! পাত্তা দিচ্ছেন না রচনা, অভিযোগ তথাগতর প্রশিক্ষণের সময় ফেটে গেল আগ্নেয়াস্ত্রের শেল, বেঘোরে প্রাণ গেল দুই অগ্নিবীরের কলকাতা বেসরকারি হাসপাতালের নন এমার্জেন্সি পরিষেবা থেকে সরছেন চিকিৎসকরা,প্রতিবাদ! গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে পুজো বন্ধ করার হুমকি দুষ্কৃতীদের, দাবি শুভেন্দুর প্রত্যাবর্তনেই শতরান সুদীপের! ঋদ্ধির ০! রঞ্জিতে উত্তরপ্রদেশের বিপক্ষে চাপে বাংলা সিএএ-র অধীনে নাগরিক হতে চাওয়া মানুষগুলো কেমন আছে? তথ্য দিতে 'অক্ষম' কেন্দ্র!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.