তিনিই তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। দলের ওপর নিয়ন্ত্রণ রাখতে ফের একবার নিজের দলের বিধায়কদেরই মনে করাতে হল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে জানালেন, আগামী ১০ বছর দল চালাবেন তিনিই। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তৃণমূলের অন্দরে তো জল্পনা শুরু হয়েছে। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন বিরোধীরা।
কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচন নিয়ে প্রাক্তন মন্ত্রী অখিল গিরি ও বিধায়ক উত্তম বারিকের বিবাদ গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে এসেছে। বুধবার সকালে অখিলকে চোর চোর বলে তাড়া করেন উত্তম বারিকের অনুগামীরা। পালটা উত্তম অনুগামীদের বোমা মারার হুমকি দেন অখিল। এসব নিয়ে বুধবার দুপুরে যখন সরগরম সংবাদ শিরোনাম তখন ফোনে অখিল গিরি, উত্তম বারিকসহ পূর্ব মেদিনীপুরের নেতাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জাতীয় কর্মসমিতির বৈঠক চলাকালীন সুব্রত বক্সির ফোন থেকে তাঁদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সূত্রের খবর, ফোনে মমতা বলেন, আমি দলের চেয়ারপার্সন। আগামী ১০ বছর আমিই দল চালাব। দল যে প্যানেল ঠিক করে দেবে তাই সবাইকে মেনে চলতে হবে। সমবায় নির্বাচন নিয়ে যেন সংযত থাকেন নেতারা।
দলের রাশ হাতে রাখতে তিনিই যে দলের চেয়ারপার্সন তা নেতা - বিধায়কদের সম্প্রতি বেশ কয়েকবার মনে করাতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে চাইছে না দলের একাংশ?
বিজেপির কটাক্ষ, আগেই দলের হয়ে তোলাবাজির ক্ষমতা ভাইপোর হাতে তুলে দিয়েছেন মমতা। কিন্তু তাতে সন্তুষ্ট নন ভাইপো। তার ক্ষমতাও চাই। সেই বিবাদের জেরেই এসব বলতে হচ্ছে মমতাকে।