আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি নন্দীগ্রামের পালটা এবার ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন তিনি। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সেই প্রশ্নের মুখে সরাসরি কোনও জবাব না দিলেও সম্ভাবনা জিইয়ে রাখলেন বিরোধী দলনেতা। যার ফলে প্রশ্ন উঠছে, তবে কি মুখে ভবানীপুর দখলের কথা বললেও মনে সংশয় রয়েছে তাঁর?
বুধবার সন্ধ্যায় প্রবীণ বিজেপি নেত্রী মিনাদেবী পুরোহিতের দোল উৎসবে যোগদান করেন শুভেন্দুবাবু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পার্টির প্রার্থী নির্বাচন বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি বা কোনও একজন নির্দিষ্ট ব্যক্তি করেন না। আমার চার বছরের বেশি সময়কালে অনেকগুলো নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া আমি দেখেছি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বভারতীয় সভাপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন দেন। যাকে যেখানে দেবেন সেখানে লড়বে।’
আপনি কি ভবানীপুরে প্রার্থী হতে প্রস্তুত? জবাবে শুভেন্দু বলেন, ‘প্রত্যেকটা বিজেপি কর্মী প্রস্তুত। নন্দীগ্রামে ২৬ শতাংশ মুসলিম ভোট ছিল তার পরেও ও হেরেছে। ভবানীপুরে ৮০ শতাংশ হিন্দু ভোট। এখানে এমন বেশ কিছু ভোটার আছে যারা রাষ্ট্রবাদকে প্রাধাণ্য দেন ও প্রধানমন্ত্রী মোদীজির সমর্থক। ভবানীপুরে বিজেপি ২০১৪ সালে একবার লিড পেয়েছিল। এবারেও সেখানে প্রায় ৮ হাজার মানুষ বিজেপির সদস্য হয়েছেন। জায়গাটা খুব কঠিন বলে মনে হয় না।’
ভবানীপুরের সমীকরণ বুঝিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘যদি নির্বাচন কমিশন ভোট লুঠ বন্ধ করতে পারে এবং মমতা পুলিশের হাত দুটো বেঁধে দিতে পারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে পারে ২০১১ সালের মতো তাহলে ওখানে আমাকে লাগবে না, ওখানে ভারতীয় জনতা পার্টির ৮৬ জন সক্রিয় সদস্য রয়েছেন, তাদের মধ্যে যে কেউ পদ্মফুল চিহ্নে জিততে পারে। আর ছাব্বিশের ভোট প্রার্থী ফ্যাক্টর হবে না। এটা হিন্দু ও জনজাতিদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। সব হিন্দু বাংলাদেশ ও সরস্বতী পুজোর ঘটনা দেখার পরে পদ্মে ভোট দেবে।’
শুভেন্দুবাবু ভবানীপুর থেকে ভোটে লড়লে তাঁর আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন,'শুভেন্দুবাবু যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য দলের কাছে প্রস্তাব দেন তবে তা স্বাগত। এটা আমারও বিশ্বাস যদি শুভেন্দুবাবু যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দাঁড়ান তাহলে শুভেন্দুবাবু জিতবেন।'