বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Jadavpur University: যাদবপুরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, অধ্যাপকের বিরুদ্ধে রিপোর্ট জমা দিল ICC

Jadavpur University: যাদবপুরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, অধ্যাপকের বিরুদ্ধে রিপোর্ট জমা দিল ICC

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগগুলির মধ্যে রয়েছে সম্মতি ছাড়াই ছাত্রীদের ছবি তোলা, অশ্লীল মন্তব্য করা, ছাত্রীদের চেহারা, পোশাক, ব্যক্তিগত জীবন নিয়ে অশ্লীল মন্তব্য প্রভৃতি। এছাড়াও কোন ছাত্রী ভালো বউ হবে এই সমস্ত বিষয় নিয়েও মন্তব্য করার অভিযোগ উঠেছিল ওই অধ্যাপকের বিরুদ্ধে।

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে রিপোর্ট জমা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)। স্থাপত্য বিভাগের ওই অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। সে বিষয়ে তদন্ত করার পর বৃহস্পতিবার কমিটির তরফে উপাচার্যের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়। আগামী বুধবার ইসির বৈঠকে এই রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।

অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগগুলির মধ্যে রয়েছে সম্মতি ছাড়াই ছাত্রীদের ছবি তোলা, অশ্লীল মন্তব্য করা, ছাত্রীদের চেহারা, পোশাক, ব্যক্তিগত জীবন নিয়ে অশ্লীল মন্তব্য প্রভৃতি। এছাড়াও কোন ছাত্রী সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ভালো কাটানো যাবে বা কোন ছাত্রী ভালো বউ হবে এই সমস্ত বিষয় নিয়েও মন্তব্য করার অভিযোগ উঠেছিল ওই অধ্যাপকের বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ, একাধিক ছাত্রীর ছবি তুলেছিলেন ওই অধ্যাপক। এমনকী এ নিয়ে পড়ুয়ারা প্রতিবাদ জানালে তিনি ছাত্রীদের হুমকিও দিতেন বলে অভিযোগ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদ করেন। তারা ওই অধ্যাপকের শাস্তির দাবি জানান। ঘটনায় গত ১৮ অক্টোবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন মতো পড়ুয়া থানায় ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এছাড়াও মহিলা কমিশনের কাছে অভিযোগ জানান ছাত্রীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তারপরেই তদন্ত শুরু করে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। অবশেষে রিপোর্ট জমা দিল কমিটি। এই রিপোর্টের ভিত্তিতে আগামী বুধবারের বৈঠকে অধ্যাপকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে আলোচনা করবে কর্তৃপক্ষ।

বন্ধ করুন