হিন্দুদের একজোট করার জন্য যদি আমাকে সাম্প্রদায়িক বলা হয় আমি হাজারবার সাম্প্রদায়িক হতে রাজি আছি। বাঙালি হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়ে রানি রাসমণি রোডের জনসভা থেকে একথা বললেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ। এদিন তিনি বলেন, ‘চিন্ময়কৃষ্ণ দাস প্রভূকে জানিয়ে দিই, আমরা তোমার পাশে আছি। যতদিন মুক্তি না হয় আমরা একের পর এক আন্দোলন করব।’
এদিন কার্তিক মহারাজ বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করেছি। সাম্প্রদায়িক কাকে বলে? একটি সম্প্রদায়কে সংগঠিত করে আরেকটি সম্প্রদায়ের ওপর লেলিয়ে দেওয়াকে বলা হয় সাম্প্রদায়িক। কুসংস্কারকে দূর করে হিন্দুদের একজোট করার জন্য যদি আমাকে সাম্প্রদায়িক বলা হয় আমি হাজারবার সাম্প্রদায়িক হতে রাজি আছি। আমি হাজারবার মাথা দিতে রাজি আছি।’
তিনি বলেন, ‘আজ সেই জন্য চিন্ময়কৃষ্ণ দাস প্রভূকে, যিনি বাংলার বুকে সমস্ত জাতপাত ভুলিয়ে সমস্ত সাধু সন্ন্যাসী মঠ মন্দিরকে একত্রিত করে কমন প্ল্যাটফর্মে এনেছেন। তাঁর উদ্দেশে প্রণাম। চিন্ময়কৃষ্ণ দাস প্রভূকে জানিয়ে দিই, আমরা তোমার পাশে আছি। যতদিন মুক্তি না হয় আমরা একের পর এক আন্দোলন করব। আমরা ভারত সরকারের কাছে আবেদন করব।’
বাংলাদেশের হুমকিতে তাচ্ছিল্য করে মহারাজ বলেন, ‘ত্রিপুরা বাংলাদেশের বর্ডার বন্ধ করে দিয়েছে। আজকে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই তাহলে বাংলাদেশের কী দুরবস্থা হবে। তারা আজকে হুমকি দিচ্ছে।’
বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে ও সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলকাতার রানি রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে একাধিক হিন্দু সংগঠন। সভায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।