বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Drug case: 'গাঁজা কেস' মিথ্যা হলেই বিপদ! বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে পুলিশকর্মীকে

Drug case: 'গাঁজা কেস' মিথ্যা হলেই বিপদ! বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে পুলিশকর্মীকে

কলকাতা হাইকোর্ট। (Samir Jana/HT Photo) (HT_PRINT)

গত বছর পুরসভা নির্বাচনের সময় বারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লা নির্বাচনে এজেন্টকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। পরের দিন তাঁকে মাদক মামলায় গ্রেফতার করা হয়।

 কিছু হলেই ‘গাঁজা কেস’! এ বার তা নিয়ে সচেতন থাকতে হবে পুলিশকে।  মিথ্যা মাদক মামলায় কাউকে দোষী সাব্যস্ত করলে বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে পুলিশকর্মীকেই। মঙ্গলবার এক মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক কংগ্রেস কর্মীর দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। মামলায় পুলিশকর্মী যদি দোষীসাব্যস্ত হন তবে তাঁকে দু'লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

গত বছর পুরসভা নির্বাচনের সময় বারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লা নির্বাচনে এজেন্টকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। পরের দিন তাঁকে মাদক মামলায় গ্রেফতার করা হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান রাকেশে নির্বাচনী এজেন্ট বিশাল শুক্লা। তাঁকে মিথ্যা মামলা গ্রেফতার করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন জানান বিশাল।

(পড়তে পারেন। বড় ছাড় কলকাতা পুরসভার! ছোট দোকানদারদের দিতে হবে না জল, আবর্জনা ফি)

এই মামলা বিচারপতি শম্পা সরকার বারাকপুর কমিশনারেটকে নির্দেশ দেন টিটাগড় থানার কোন পুলিশকর্মী বিশালকে মাদক মামলায় জড়িয়েছেন, তাঁকে খুঁজে বার করতে। তাঁকে দোষী সাবস্ত্য করবে আদালত। ওই পুলিশকর্মীকে নিজের বেতন থেকে দু'লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অন্য দিকে বিশালের বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল, তা খারিজের জন্য মামলা সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানো হয়েছে।

বন্ধ করুন