রাজ্যে আবাস যোজনায় পাকা বাড়ি প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশের আগে একগুচ্ছ দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী স্বচ্ছ ভাবে তালিকা তৈরি করলে কেন্দ্রের আবাস যোজনার টাকা পাওয়ার ব্যাপারে রাজ্যকে আশ্বাসও দিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে নয়া সূত্রের খোঁজে CBI, তলব এক পুলিশ অফিসারকে, তদন্ত এবার কোন পথে?
পড়তে থাকুন - কসবা কাণ্ডের তদন্তে নয়া মোড়, সুশান্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত এক খুনের আসামি!
শুভেন্দু অধিকারী বলেন, ‘বিডিওরা আবাস যোজনার আবেদনপত্রের রিসিভ কপি দিচ্ছেন না।। গ্রামের প্রান্তিক মানুষ ই-মেইল করতে পারে না। বিডিওরা ড্রপ বক্সে অ্যাপলিকেশন ফেলে দিয়ে যেতে বলছে। কিন্তু তাতে আবেদন যে করা হয়েছে তার কোনও প্রমাণ থাকছে না। আমাদের দাবি, সমস্ত আবেদনের রিসিভ কপি বিডিও অফিস থেকে দিতে হবে।’
সাধারণ মানুষকে বিরোধী দলনেতার পরামর্শ, ‘২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পঞ্চায়েতে আবাসের তালিকার অনুমোদনের জন্য গ্রামসভা বসবে। সাধারণ জনগণকে আমি বলব গ্রাম সংসদ সভায় আপনারা দলে দলে উপস্থিত হবেন। এটি একটি সরকারি সভা। সরকারি প্রতিনিধি থাকবেন। আপনাদের বাধা দেওয়া হলেও আপনারা বাধা অতিক্রম করে ওই সভায় যাবেন। ওই সভায় যখন তালিকার অনুমোদন চাওয়া হবে অনুপযুক্ত কোনও লোকের নাম থাকলে আপত্তি করবেন। আর আপনি যোগ্য হলে আপনার নাম অন্তর্ভুক্ত করার জোরালো দাবি রাখবেন।’
আরও পড়ুন - ‘হিন্দুরা সংখ্যায় কম হলে কী হতে পারে তার বেলডাঙা তার প্রকৃষ্ঠ উদাহরণ’
রাজ্য সরকারের কাছে শুভেন্দুবাবুর দাবি, ‘এর আগে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকার তালিকা চূড়ান্ত করার আগে সর্বদল বৈঠক করেছে। তালিকায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে গ্রাম পঞ্চায়েত স্তরে সর্বদলীয় বৈঠক ডেকে স্বচ্ছ ভাবে করার জন্য আমি রাজ্য সরকারকে অনুরোধ করব।’
এর পরই রাজ্যকে কেন্দ্রের আবাস যোজনার প্রাপ্য নিয়ে আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্য সরকার যদি এই তালিকা স্বচ্ছ ভাবে করে তাহলে আবাস ২তে ৪ কোটি নতুন বাড়ি করার জন্য প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ট্রেনিংও হয়ে গিয়েছে। স্বচ্ছতার সঙ্গে সর্বদলের পরামর্শের ভিত্তিতে গ্রাম সংসদের অনুমোদন নিয়ে যদি তালিকা তৈরি করেন আবাস ২তে বাড়ি তৈরি করার জন্য ভারত সরকার নিশ্চিতভাবে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন।’