মেদিনীপুর মেডিক্যালে রোগী মৃত্যুর জন্য দায়ী নয় রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। বৃহস্পতিবার ল্যাব রিপোর্ট পেশ করে আদালতে এই দাবি করেছে রাজ্য সরকার। একই সঙ্গে স্যালাইন প্রস্তুতকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসুটিক্যালকে ক্লিনচিট দিয়েছে তারা। রাজ্যের এই অবস্থানের পর ৩টি প্রশ্ন তুলেছেন প্রতিবাদী চিকিৎসক মানস গুমটা। তাঁর দাবি, এসব করে আসলে রোগী মৃত্যুতে নিজের দায় ঝাড়তে চাইছে রাজ্য।
হিন্দুস্তান টাইমসকে মানসবাবু বলেন, ধরে নিলাম রিঙ্গার ল্যাকটেটে কোনও সমস্যা ছিল না। তাহলে পশ্চিমবঙ্গ ফার্মাসুটিক্যাসকে উৎপাদন বন্ধ করতে বলা হল কেন? কেন মেদিনীপুরে রোগী মৃত্যুর পর ও সংস্থার সব পণ্য সরিয়ে ফেলা হল?
মানসবাবুর দ্বিতীয় প্রশ্ন, যে চিকিৎসকরা কর্তব্য পালন করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সার্ভিস রুল রয়েছে। তা না করে তাঁদের বিরুদ্ধে FIR করা হল কেন? যে জুনিয়র ডাক্তাররা দায়িত্ব পালন করলেন তাঁদের বিরুদ্ধে FIR হল কেন? মানুষকে চিকিৎসকদের বিরুদ্ধে প্ররোচিত করতেই কি সরকারের এই পদক্ষেপ?
চিকিৎসক গুমটার তৃতীয় প্রশ্ন, স্বাস্থ্য দফতরের যে বিভাগ স্যালাইনসহ অন্যান্য সামগ্রী কেনার দায়িত্বে রয়েছে তাদের কারও বিরুদ্ধে পদক্ষেপ করা হল না কেন? কেন শুধুমাত্র চিকিৎসকরাই সরকারের নিশানায়? তাহলে কি দায় ঝাড়তে মরিয়া হয়ে চিকিৎসকদের ঢাল করার চেষ্টা করছে রাজ্য সরকার?