লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি অস্ত্রের কারবার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, অপদার্থতার প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেতেন মমতা।
এদিন সুকান্তবাবু বলেন, ‘লালবাজারে পুলিশের ঊর্ধ্বতম কর্তারা বসেন। তার পরেও তাদের নাকের ডগায় বেআইনি অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্ন যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ও পুলিশমন্ত্রী কতটা অপদার্থ। অপদার্থতার প্রতিযোগিতা হলে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অপদার্থ ডিজি, তিনিও গোল্ড মেডেল পেতেন। এবিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই।’
বলে রাখি, ক্যানিংয়ের জীবনতলায় ঝুড়ি ঝুড়ি কার্তুজ উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে লালবাজার থেকে ১০০ মিটার দূরে অবস্থিত একটি বৈধ অস্ত্রের দোকানের। অভিযোগ, ওই দোকানে পরীক্ষার জন্য যে কার্তুজগুলি অর্ডিনান্স ফ্যাক্টরি থেকে পাঠানো হত সেগুলিই ঘুরপথে চলে যেত দুষ্কৃতীদের হাতে। এরকম ১৯০টি কার্তুজ উদ্ধার করেছে বেঙ্গল পুলিশের STF. সঙ্গে ৫ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র। এর পর শনিবার বিকেলে অস্ত্রের দোকানে তল্লাশি চালায় STF. সেখানে গুলির স্টক ও রেজিস্টারের হিসাবে গরমিল ধরা পড়েছে বলে জানা গিয়েছে। এর পর রেজিস্টারটি বাজেয়াপ্ত করে তদন্তকারীরা।