বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: ‘এক এক করে ভুল ধরলে…’ পার্থ মামলায় বিচারকের তোপের মুখে সিবিআই

Partha Chatterjee: ‘এক এক করে ভুল ধরলে…’ পার্থ মামলায় বিচারকের তোপের মুখে সিবিআই

পার্থ চট্টোপাধ্য়ায়। ফাইল ছবি (ANI Photo) (Saikat Paul)

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল কোটি কোটি টাকা। এরপর গোটা বাংলা জুড়ে কার্যত শোরগোল পড়ে যায়।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এখনও জেলে। গত এক বছর ধরে তিনি জেল বন্দি। শনিবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল পার্থকে। এদিকে সেখানে পার্থর জামিনের বিরোধিতা করতে গিয়েছিল সিবিআই। আর তখনই বিচারপতি অর্পণ চট্টোপাধ্য়ায় প্রশ্ন করেন এই মামলার অগ্রগতি কতটা রয়েছে? আর তখনই সিবিআইয়ের কাছে কোনও যুৎসই উত্তর ছিল না। তখনই এনিয়ে বিচারকের তোপের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে।

বিচারপতি জানতে চান, তদন্ত কোন পথে এগোচ্ছে? নতুন কী তথ্য আছে? বিচাপতি সিবিআইকে প্রশ্ন করেন, কেন সময় নষ্ট করছেন? কেস ডায়েরি দেখুন। আমাকে বোকা ভাববেন না। সিবিআইকে তিনি প্রশ্ন করেন, আপনি কি আমার অর্ডারটা পড়েছেন? এক এক করে ভুল ধরলে কেঁদে কূল পাবেন না।

তবে এদিন শুনানি শেষ করে ফের পার্থকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন পার্থ। তবে শনিবার পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী প্রাক্তন মন্ত্রীর জন্য জামিনের আবেদন করেছেন। তবে সেই মামলার শুনানি হবে আগামী ৮ সেপ্টেম্বর। এদিকে পার্থ চট্টোপাধ্য়ায়ের তিনি এফডি ম্যাচিওর হয়েছে। সেই টাকা যাতে তোলা যায় সেব্যাপারে আবেদন করেছেন পার্থ আইনজীবী। তবে আদালত এদিন এই আবেদন মঞ্জুর করেছে। অর্থাৎ ম্যাচিওর হওয়া টাকা তুলতে পারবেন পার্থ চট্টোপাধ্য়ায়।

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল কোটি কোটি টাকা। এরপর গোটা বাংলা জুড়ে কার্যত শোরগোল পড়ে যায়। কারোর বাড়ির ওয়ার্ডরোবে এত টাকা থাকতে পারে তা দেখে হতবাক হয়ে গিয়েছিল বাংলা। এরপর মামলা এগোতে থাকে। টাকা কার সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে কেউ টাকার দাবি করেনি। তবে একাধিকবার জামিনের জন্য আবেদন করেছেন পার্থ। তবে সেই জামিন আবেদন এখনও মঞ্জুর করা হয়নি। তবে তার মধ্য়েই এবার বিচারপতির তোপের মুখে পড়ল সিবিআই।

 

বাংলার মুখ খবর

Latest News

জেমির সতীর্থকে দলে নিয়ে ISL-এ চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা ISSF বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা ভারতের, বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে লালবাউগচা মন্দিরে খালি পায়ে গণপতিকে প্রণাম ভিকির! আসন্ন ছবির জন্য প্রার্থনা? কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন ইশান! কী বলছে নেটপাড়া? 'ইটস টাইম ফর কলকাতা, গেট ওয়েল সুন কলকাতা…’ RG-করের প্রতিবাদে গান লিখলেন শ্রুতি টিফিনে বিরিয়ানি, তুমুল ঝগড়া, স্কুল বদলাতে হবে ছাত্রকে, মকুব করা হল বকেয়া ফি দলীপে ব্যাজবল রুতুরাজ-ইশানদের, পরপর দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি বাবা ইন্দ্রজিৎ-এর বাংলাদেশে বিএনপি নেতার হাত থেকে 'দখলমুক্ত' সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি নারী নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুলিশের, দুর্গাপুজোয় আধুনিক অ্যাপ মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.