রাজ্য বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকী ডিসেম্বরে এই প্রকল্পে অপেক্ষা তালিকায় থাকা ১৬ লক্ষ উপভোক্তাকে ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সঙ্গে যে ১২ লক্ষ উপভোক্তা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন তাদের জুন মাসে বকেয়া ৬০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও মমতাকে বিঁধতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে ফের বাংলার বাড়ি প্রকল্পে স্বজন পোষণের অভিযোগ তুললেন তিনি। সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৩ লক্ষ টাকার বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা করলেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘তৃণমূল নেতাদের তিন তলা পাকা বাড়ি। প্রধানদের ১৭টা ১৮টা ৩৫টা করে বাড়ি। আসল গরিব লোকের তালিকা পাঠান। আমি বিধানসভায় ২টি প্রস্তাব দিয়েছিলাম। একটি গ্রাম সংসদ সভায় বসে উপভোক্তার তালিকা তৈরি করা। আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে পাশ করুন। এবারে যে তালিকা হয়েছে তাতে ২.৫ লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বলো থেকে পাঠিয়ে বলেছেন এটার সমীক্ষা হবে না, ঘর দিয়ে দেও। আমার এলাকা নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে আপনার বিডিও এফআইআর করেছে দাউদপুরের একজন মুখ্যমন্ত্রীকে বলোতে নাম লিখিয়ে ৬০ হাজার টাকা পেয়েছে, সে ভুয়ো লোক। আমরা চাই রাজ্য সরকারের টাকা হোক বা কেন্দ্রীয় সরকারের টাকা হোক। এটা জনগণের করের টাকা। এটা উপযুক্ত ব্যক্তি পান। আপনার এই কাটমানি সিস্টেম, পার্টির লোকেদের গোয়ালঘর দেখিয়ে ৩টে করে বাড়ি ও ভেড়ির চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়ার বিরোধী আমরা।’
এর পর বিরোধী দলনেতা বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি। এই ১ লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি হয় না। তাই বিজেপি ক্ষমতায় এলে ৩ লক্ষ টাকার বাড়ি দেবে। এটা অন দ্য রেকর্ড বললাম।’