আলিপুর চিড়িয়াখানায় থাকা পশুপাখিদের আগে এক বছরের চুক্তিতে দত্তক নেওয়া যেত। এবার মাসিক চুক্তিতে এই সব পশুপাখিদের দত্তক নেওয়া যাবে। নতুন এই দত্তক পদ্ধতির চালু হওয়ার পর সাড়া মিলেছে। অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। এর ফলে আলিপুর চিড়িয়াখানার আয়ও অনেকটাই বাড়ছে।
জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানায় এখনও পর্যন্ত ৬১টি আবাসিক পশুপাখিকে দত্তক নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত জানান, যে ৬১টি পশুপাখিকে দত্তক দেওয়া হয়েছে, তারমধ্যে ১২টি জন্য মাসিক চুক্তি লাগু করা হয়েছে। এই চুক্তি চালু হওয়ার ফলে চিড়িয়াখানার কোষাগারে এসেছে ৯ লাখ ৭৪ হাজার টাকা। একইসঙ্গে তিনি জানান, গত বছর নতুন করে যে দত্তক প্রক্রিয়া চালু হয়েছে, তাতে অনেকটাই সাড়া মিলেছে। এই প্রক্রিয়ায় স্কুল ও কলেজের পড়ুয়ারাও পর্যন্ত এগিয়ে এসেছেন।
আলিপুর চিড়িয়াখানায় পশুপাখিদের জন্য নতুন করে যে দত্তক প্রক্রিয়া শুরু হয়েছে, তার মধ্যে বলিউডের বেশ কিছু অভিনেতা, অভিনেত্রীরা রয়েছেন। চিড়িয়াখানার শিম্পাঞ্জি বাবুকে বার্ষিক চুক্তির ভিত্তিতে দত্তক নিয়েছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত জানান, ছোটবেলা থেকেই বাবুকে খুব ভাল লাগত। যখন শুনলাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ পশুপাখীদের দত্তক দিচ্ছে, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি। বাবুর দায়িত্ব নিয়েছি। ইচ্ছে আছে, ভবিষ্যতেও বাবুর দায়িত্ব নিতে পারব। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে আলিপুর চিড়িয়াখানায় পশুপাখিদের দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। গত বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে মাসওয়ারি দত্তক নেওয়ার প্রক্রিয়া।