বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সোনা কাণ্ডে রুজিরার বিরুদ্ধে জারি সমন খারিজ হাইকোর্টের

সোনা কাণ্ডে রুজিরার বিরুদ্ধে জারি সমন খারিজ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)

বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনা কাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলার) বিরুদ্ধে শুল্ক দফতর যে সমন জারি করেছিল, তা খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। 

গত ১৫/১৬ মার্চ রাতে ব্য়াঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁকে হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ তোলেন রুজিরা। তিনি অভিযোগ করেন, বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁর থেকে টাকা চান শুল্ক দফতরের আধিকারিকরা। সেই টাকা না দিলে শুল্ক দফতরের আধিকারিকরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। তা নিয়ে কলকাতা বিমানবন্দর থানায় দায়ের করা অভিযোগও দায়ের করেন রুজিরা।

এরইমধ্যে আরও একটি অভিযোগপত্র সামনে আসে। শুল্ক দফতরের তরফে অভিযোগ করা হয়, বিধিবহির্ভূত সোনা আনছিলেন রুজিরা। কিন্তু তা দেখাতে অস্বীকার করেন তিনি। সেই সময় তিনি কাউকে ফোন করেন এবং তারপর সেখানে পুলিশ চলে আসে। তারপর রুজিরা বাড়ি চলে যান বলে অভিযোগ তোলা হয়।

ইতিমধ্যে গত বছর ২৬ মার্চ রুজিরা এবং তাঁর বোন মেনকা গম্ভীরের বিরুদ্ধে পৃথক সমন জারি করেন শুল্ক দফতর। ঘটনার দিন রাতে রুজিরার সঙ্গে ছিলেন মেনকাও। সেই সমন চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেন রুজিরা।

বুধবার রুজিরার আইনজীবী সঞ্জয় বসু জানান, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই দুটি সমন খারিজ করে দিয়েছেন। জানিয়েছেন, সমনটি অবৈধ এবং আইনের চোখে বাজে।

বাংলার মুখ খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.