বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ১৫ অগস্ট: জেলে বসে অতীতে ডুব দিলেন পার্থ, দুপুরে কাতলা মাছের কালিয়া

১৫ অগস্ট: জেলে বসে অতীতে ডুব দিলেন পার্থ, দুপুরে কাতলা মাছের কালিয়া

পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী (ANI) (HT_PRINT)

এই দিনটা যেন কিছুটা অন্যরকম সংশোধনাগারের আবাসিকদের জন্য। সকাল থেকে জেল চত্বরকে তেরঙা দিয়ে সাজিয়ে তোলা। অনেকেই সারিবদ্ধভাবে দাঁড়ান। এরপর জাতীয় পতাকা তোলা হয়। দুপুরে স্পেশাল মেনু।

অন্যান্যবারের স্বাধীনতা দিবসটা এমন সাদা কালো ছিল না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এবার তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি। কিন্তু স্বাধীনতা দিবস বলে কথা। লাল বাতি গাড়ি নেই। চারপাশে অনুগামীদের ভিড় নেই। দিনভর পুরানো স্মৃতি রোমন্থন করেন তিনি। সূত্রের খবর, বর্তমানে পার্থর পড়শি হিসাবে রয়েছে একাধিক কুখ্যাত অপরাধী। অনেকেই এদিন পতাকা তোলার অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। তবে এদিন প্রাক্তন মন্ত্রীর বার বার মনে পড়ে যায় অতীতের কথা। এই দিনে আগে কতটা ব্যস্ত থাকতেন তিনি।

তবে স্বাধীনতা দিবস উপলক্ষে এদিনও সংশোধনাগারে বিশেষ মেনু। সূত্রের খবর, পুরোপুরি বাঙালিয়ানা ছিল এদিনের মেনুতে। গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে মুগডাল, কাতলা মাছের কালিয়া, আমসত্ত্ব-খেজুর দিয়ে চাটনি। শেষ পাতে দুটি করে মিষ্টি। কার্যত কবজি ডুবিয়ে খাওয়ার ব্যবস্থা সংশোধনাগারের বন্দিদের জন্য। 

এই দিনটা যেন কিছুটা অন্যরকম জেলের আবাসিকদের জন্য। সকাল থেকে জেল চত্বরকে তেরঙা দিয়ে সাজিয়ে তোলা। অনেকেই সারিবদ্ধভাবে দাঁড়ান। এরপর জাতীয় পতাকা তোলা হয়। দুপুরে স্পেশাল মেনু। প্রেসিডেন্সি জেলের উঁচু পাঁচিলের আড়ালেও যেন স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান আবাসিকদের মনকেও ছুঁয়ে যায়। আর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিঃসন্দেহে এটা অন্যরকম অভিজ্ঞতা। কিছুটা মন খারাপেরও। স্বাধীনতা দিবসে তাঁকে এভাবে সংশোধনাগারের পাঁচিলের ওপারে কাটাতে হবে এটা হয়তো ভাবতে পারেননি অনেকেই। 

বাংলার মুখ খবর

Latest News

হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.