ইতিমধ্যে ট্রামে চালু হয়েছে শিশুদের পাঠাগার। এবার আগামী ডিসেম্বর থেকে ট্রামে শুরু হতে চলেছে আর্ট গ্যালারি। যা ভারতে প্রথম। সেখানে শিল্পীরা নিজেদের ছবির প্রদর্শনীর আয়োজন করতে পারবেন।
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, ‘ট্রামের ভিতরটা এমনভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে ছবি আঁকার কাঠামো (রাখা যায়) এবং ছবির প্রদর্শনী করা যায়। শিল্পীরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কয়েকদিনের জন্য পুরো ট্রামই ভাড়া নিয়ে নিজেদের কাজের প্রদর্শনী করতে পারবেন। যাঁদের শিল্পের প্রতি ঝোঁক আছে, তাঁরা সামান্য টাকা দিয়ে সেই শিল্প দেখতে পারবেন।’
আপাতত ভারতে শুধুমাত্র কলকাতায় ট্রাম চালু আছে। যেটির পথ চলা শুরু হয়েছে ১৮৭৩ সালে। প্রাথমিকভাবে ঘোড়া মাধ্যমে ট্রাম দৌড়াত। পরে বিদ্যুৎচালিত ট্রাম শুরু হয়। পরিবহন নিগমের তরফে জানানো হয়েছে, একদিনের জন্য পুরো ট্রাম ভাড়া করতে খরচ পড়বে ৩,৬০০ টাকা। তবে আর্ট স্কুল ও কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পড়ুয়ারা ৫০ শতাংশ ছাড় পাবেন।
পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘শহরের বিভিন্ন রুটে সেই ট্রাম চলবে। যদি শিল্পীরা চান, তাহলে শ্যামবাজার, এসপ্ল্যানেড এবং গড়িয়াহাট ডিপোয় কয়েক ঘণ্টার জন্য তা দাঁড়াতে পারে।’
যেদিন কোনও প্রদর্শনীর জন্য ট্রাম ভাড়া করা হবে না, সেদিনও আমজনতা নিরাশ হবেন না। সেই দিনগুলিতেও ট্রাম চালু থাকবে। তাতে ট্রামের পুরনো ছবির (আর্কাইভ) প্রদর্শন করা হবে। ট্রামের ইতিহাস তুলে ধরা হবে। নিগমের ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘মূল ধারণা হল যে শহরের একটি নির্দিষ্ট জায়গায় মানুষ শিল্প প্রদর্শনী দেখতে আসার পরিবর্তে শিল্পী প্রদর্শনীই কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। যাতে মানুষ উপভোগ করতে পারেন।’