বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সনাতন ধর্মকে আক্রমণ INDIA শরিক DMKর, কেন চুপ মমতা? প্রশ্ন সাধিকা নিরঞ্জন জ্যোতির

সনাতন ধর্মকে আক্রমণ INDIA শরিক DMKর, কেন চুপ মমতা? প্রশ্ন সাধিকা নিরঞ্জন জ্যোতির

হালিশহরে কালীমন্দিরে পুজো দিতে প্রবেশ করছেন সাধিকা নিরঞ্জন জ্যোতি। 

দলীয় কাজে বারাকপুরে এসে মমতাকে আক্রমণ সাধিকা নিরঞ্জন জ্যোতির। 

রাজ্যসফরে এসে INDIA জোটের শরিক DMK-র নেতা তথা তামিলনাড়ুর মন্ত্রী উদয়গিরি স্টালিনের বক্তব্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায়কে আক্রমণ করলেন মোদী সরকারের রাষ্ট্র মন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতি। এদিন তিনি প্রশ্ন করেন, উদয়গিরি স্টালিনের ওই মন্তব্যের কেন কোনও প্রতিবাদ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়?

সোমবার দলীয় সফরে বারাকপুরে আসেন কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতি। বারাকপুর ওয়ারলেস মোড়ে জেলা বিজেপির তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর পর তিনি হালিশহরে রামপ্রসাদ কালী মন্দিরের পুজো দেন। সেখানে পুজো সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে INDIAজোটের থাকা রাজনৈতিক দল গুলির হিন্দু বিরধী মনোভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, INDIA জোটের এক শরিক তথা সংবিধানের শপথ নেওয়া এক মন্ত্রী সনাতন ধর্মকে একজন ম্যালেরিয়া, করোনা, ডেঙ্গুর সঙ্গে তুলনা করেছেন। মা-কে বলব, এই সব মানুষদের সুবুদ্ধি দিন। এর পর তিনি প্রশ্ন তোলেন, জোট শরিকদলের ওই নেতার মন্তব্যের কেন নিন্দা করছেন না INDIA-র কোনও সদস্য? কেন এব্যাপারে চুপ মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলেন, শক, হুন, মোগল, পাঠান আমাদের ওপর আক্রমণ করেছে। আমরা ১২০০ বছর পরাধীন ছিলাম। কিন্তু আমাদের সভ্যতাকে কেউ ধ্বংস করতে পারেননি। কারণ সনাতন সভ্যতা সবাইকে আপন করে নেয়।

বলে রাখি, সম্প্রিত INDIA জোটের শরিক তথা তামিলনাড়ুর শাসকদল DMK-র নেতা তথা সেরাজ্যের মুখ্যমন্ত্রীর স্টালিনের ছেলে উদয়গিরি স্টালিন বলেন, ‘সনাতন ধর্মকে ম্যালেরিয়া, করোনা ডেঙ্গুর মতো শেষ করতে হবে।’ সেই মঞ্চে নিজেকে গর্বিত খ্রীস্টান বলেও ঘোষণা করেন তিনি।

 

বন্ধ করুন