খারাপ আবহাওয়ার জন্য মুখ ঘুরিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করল ইন্ডিগোর দিল্লি থেকে ইম্ফলগামী বিমান। বুধবার বেলা ২.১৫ মিনিট নাগাদ দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪১ জন যাত্রী নিয়ে অবতরণ করে বিমানটি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফের সেটি ইম্ফলের উদ্দেশ্যে উড়ে যায়।
বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ১০. ৫৩ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে ইন্ডিগোর এয়ারবাস এ১২০ বিমানটি। ইম্ফলে অবতরণের কথা ছিল ১.১৫ মিনিটে। কিন্তু পাইলট অবতরণের অনুমতি চাইলে ইম্ফল বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার জানান, প্রবল বৃষ্টিতে রান ওয়েতে জল জমে রয়েছে। এই মুহূর্তে বিমান অবতরণ করানো সম্ভব নয়। ওদিকে দীর্ঘ যাত্রার পর বিমানটিতে অপেক্ষা করার মতো জ্বালানি অবশিষ্ট ছিল না। ফলে দমদম বিমানবন্দরের দিকে বিমানের মুখ ঘোরান পাইলটরা। বেলা ২.১৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করে ইন্ডিগোর উড়ান 6E2615. সাড়ে ৩ ঘণ্টা বিমানে বসে থেকে ততক্ষণে ক্লান্ত যাত্রীরা।
বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েক ঘণ্টা অপেক্ষার পর ইম্ফলে পরিস্থিত স্বাভাবিক হলে ওই বিমানেই যাত্রীদের ফেরত পাঠানো হয়েছে।
বলে রাখি, সাম্প্রতিককালে একাধিক দুর্ঘটনার জেরে বিমান সংস্থা ও এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে অবতরণের সময় কোনও ঝুঁকি নিতে বারণ করেছে অসামরিক উড়ান নিয়ামক ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। এই ধরণের কোনও গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তারা।