তাঁর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কুরুচিকর মন্তব্য নিয়ে মুখ খুললেন লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা গোটা সন্দেশখালির মা - বোনেদের অপমান।’
বুধবার হাড়োয়া বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভায় বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, ‘সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল হেরে গিয়ে। হেরো মাল, কেস করল। বিজেপি কেস জানে মানুষের পাশে থাকতে জানে না।’
pi ফিরহাদের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্র বলেন, ‘আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেটা খুবই নিন্দনীয়। আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েকে অপমান করা হয়েছে। এটা গোটা সন্দেশখালির মা-বোনেদের অপমান।'
রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের মন্তব্যে নিয়ে এখনও মুখ খোলেনি তৃণমূল। কোনও মন্তব্য করেননি ফিরহাদ নিজেও।