বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজীবের বিরুদ্ধে তদন্ত চলবে, বললেন নতুন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

রাজীবের বিরুদ্ধে তদন্ত চলবে, বললেন নতুন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

রাজীব বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে ডোমজুড় কেন্দ্র থেকেই প্রার্থী হন তিনি।

বনমন্ত্রীর দায়িত্ব পেয়েই দলত্যাগী প্রাক্তনীর ওপর চাপ বাড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের  প্রতি যতই শ্রদ্ধা প্রকাশ করুন না কেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত বন্ধ হবে না তা দফতরে গিয়েই স্পষ্ট করলেন তিনি। 

সোমবার নতুন দফতরের দায়িত্ব পেয়ে জ্যোতিপ্রিয় বলেন, ‘আমি তদন্তে হস্তক্ষেপ করবো না। তদন্তে সব স্পষ্ট হবে। কেউ দোষী সাব্য হলে বিচার হবে।’ সঙ্গে তিনি স্পষ্ট করেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ, দফতর স্বচ্ছ্বভাবে চালাতে হবে। আমি তা নিশ্চিত করবো।’

এদিন বিধাননগরের অরণ্য ভবনে গিয়ে দফতরের প্রধান সচিবের সঙ্গে বৈঠক করেন জ্যোতিপ্রিয়। তার পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চলবে। 

বলে রাখি, করোনায় কেন্দ্রের পাঠানো চাল নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে।

বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে ডোমজুড় কেন্দ্র থেকেই প্রার্থী হন তিনি। এরই মধ্যে ভোটপ্রচারে রাজীবের বিরুদ্ধে বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলেন মমতা। 

পালটা রাজীব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার কাছে কল রেকর্ডিং রয়েছে। আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে। সমুদ্র উথালপাথাল হবে।’ তিনি দাবি করেন, সমস্ত জেলা নেতৃত্বকে বনসহায়ক নিয়োগের জন্য কোটা ভাগ করে দেওয়ার নির্দেশ ছিল তাঁর কাছে। যদিও ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান রাজীব। এর পর থেকে তাঁর তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। তবে তাতে তাঁর ওপর তৃণমূল যে চাপ কমাতে নারাজ তা এদিন স্পষ্ট হল। 

 

বাংলার মুখ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.