শালবনিতে হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা। রবিবার এক আলোচনাসভায় নিজেই একথা জানিয়েছেন সৌরভ নিজে। তিনি জানান, শালবনির বদলে গড়বেতায় হতে চলেছে তাঁর ইস্পাত কারখানা। আগামী ৩ – ৪ মাসের মধ্যে ব্যাপারটি স্পষ্ট হবে বলে জানান তিনি।
আরও পড়ুন - ছাপ্পার অভিযোগ প্রতিকুরের, ডায়মন্ড হারবার নিয়ে শুভেন্দুর দাবি আরও ভয়ানক
পড়তে থাকুন - মুসলিমরা তাদের বিরুদ্ধে ভোট দিলেই TMCর ‘ধর্মনিরপেক্ষতা’র মৃত্যু হয়: অমিত মালব্য
গত সেপ্টেম্বরে স্পেনে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে আন্তর্জাতিক এক বাণিজ্য সম্মেলনে সৌরভ ঘোষণা করেছিলেন শালবনিতে লৌহ – ইস্পাত কারখানা করবেন তিনি। জানান জিন্দালদের ইস্পাত কারখানা তৈরির জন্য অধিগৃহীত জায়গাতেই শিল্প করবেন তিনি। কারখানা গড়তে লাগবে ৬ মাস সময়।
কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও এব্যাপারে কোনও তৎপরতা নজরে না পড়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। রবিবার এক বাণিজ্য সম্মেলনে সৌরভকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান শালবনিতে নয়, গড়বেতায় হবে তাঁর ইস্পাত কারখানা।
সূত্রের খবর, শালবনির জমি নিয়ে জট রয়েছে। ওই জমি হাতে পেতে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন সৌরভ। কিন্তু তাতে কাজ হয়নি। ফলে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। গড়বেতায় কারখানা হলে কর্মসংস্থান আরও বেশি হবে বলে দাবি সৌরভের ঘনিষ্ঠ মহলের।
আরও পড়ুন - ৩০ দূর অস্ত, বাংলায় কত আসন পেতে পারে বিজেপি, ভোট শেষ হতেই ফাঁস করলেন খোদ সুকান্ত
বলে রাখি, ২০০৭ সালে জিন্দালদের ইস্পাত কারখানার জন্য প্রায় সাড়ে চার হাজার একর জমি অধিগ্রহণ করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। কিন্তু সিঙুর আন্দোলন পরবর্তীতে সেখানে আর কারখানা করার সাহস দেখাননি জিন্দালরা। সেই জমি ফেরতও নিতে চায়নি স্থানীয় মানুষ। ফলে জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। প্রায় ১ দশক পর ২০১৬ সালে ওই জমির একাংশে সিমেন্ট কারখানা গড়ে ওঠে। সৌরভের কারখানাকে ঘিরে শিল্পায়নের আশায় নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছিল শালবনি। এদিন সৌরভের ঘোষণা তাঁদের যাবতীয় আশায় জল ঢেলে দিল।