বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গ্রেফতারির পর পার্থকে কি পরিকল্পিতভাবে এড়াচ্ছেন মমতা?

গ্রেফতারির পর পার্থকে কি পরিকল্পিতভাবে এড়াচ্ছেন মমতা?

মমতা ও পার্থ। ফাইল ছবি

এদিন গ্রেফতারির পর জোকা ESI হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থবাবু জানান, ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করতে পারিনি।’

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে কি পরিকল্পনামাফিক এড়িয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই প্রশ্ন উঠল ফিরহাদ হাকিমের মন্তব্যে। দলের যে শীর্ষনেতার মধ্যে মমতার যোগাযোগ যে হটলাইনের মতো, তিনিই শনিবার গ্রেফতারির পর মমতার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ করেন। বিকেলে সাংবাদিক বৈঠকে পার্থ কার্যত মিথ্যা বলছেন বলে দাবি করেন দলের আরেক শীর্ষনেতা ফিরহাদ হাকিম।

এদিন গ্রেফতারির পর জোকা ESI হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থবাবু জানান, ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করতে পারিনি।’ বিকেলে পার্থবাবুর এই বক্তব্যের প্রেক্ষিতে ফিরহাদের প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। পালটা ফিরহাদ পালটা সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘আপনাকে প্রশ্ন করেছিলেন? কাউকে ইডি - সিবিআই জিজ্ঞাসাবাদ করলে সবার আগে তার ফোন নিয়ে নেয়। তাহলে পার্থদা যোগাযোগের চেষ্টা করবেন কী করে? আমাকে ইডি জেরা করেছিল। আমারও ফোন নিয়ে নিয়েছিল ওরা।’

প্রশ্ন উঠছে, সংকটকালে কি পরিকল্পনামাফিক পার্থবাবুকে এড়িয়ে যাচ্ছেন মমতা? পার্থর সঙ্গে তাঁর কথা হলে কি নিজেও এই দুর্নীতিতে প্রত্যক্ষভাবে ফেঁসে যাওয়ার ভয় করছেন মুখ্যমন্ত্রী? না কি পার্থবাবুকে ব্যবহার করে ফোনে তাঁকে দিয়ে ED কিছু বলিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি? সব মিলিয়ে তৃণমূলের অন্দরে এখন চরম অনাস্থার আবহ।

 

বন্ধ করুন