যে নিষিদ্ধ সংস্থার স্যালাইন ব্যবহারের ফলে মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যু হয়েছে তার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুক্রবার রানিগঞ্জে এক সভা শেষে সাংবাদিকদের সামনে এই দাবি করেন তিনি। এর পর শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গ ফার্মাস্যুটিক্যালের কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দুবাবু। ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়াকে গোটা ঘটনা তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
শুক্রবার রানিগঞ্জে শুভেন্দুবাবু বলেন, ‘নিশ্চই ভাইপোর কোনও কোম্পানি ওই স্যালাইন সরবরাহ করে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই…’ শনিবার এই ঘটনার বিস্তারিত উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দুবাবু। পোস্টের একেবারে শেষে তিনি দাবি করেন, সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ফার্মাস্যুটিক্যালসের ডিরেক্টদের নামে একাধিক ভুয়ো সংস্থা রয়েছে। কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্বেও কী ভাবে তারা স্বাস্থ্য দফতরকে পণ্য সরবরাহ করল? এই ঘটনা সরেজমিনে তদন্ত করে দেখা উচিত ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়ার। যে ভাবে এই সংস্থা ফুলে ফেঁপে উঠেছিল তাতে এদের সঙ্গে রাজ্যের শাসকদলের কোনও যোগাযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে।
সংক্রমিত বিষাক্ত স্যালাইন ব্যবহার করায় শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হয় এক প্রসূতি। একই কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৪ জন। সংক্রমিত স্যালাইন কী ভাবে রোগীর কাছে পৌঁছল তা তদন্ত করে দেখতে শনিবার হাসপাতালে গিয়েছে স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল।