বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ISC results 2023: এবছর কলেজে ভর্তির দৌড়ে CBSE পড়ুয়াদের থেকে এগিয়ে ISC-র পড়ুয়ারা

ISC results 2023: এবছর কলেজে ভর্তির দৌড়ে CBSE পড়ুয়াদের থেকে এগিয়ে ISC-র পড়ুয়ারা

কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভরতি প্রক্রিয়া চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আইসিএসইতে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করেছে। মেয়েদের পাশের হার ৯৯.২ শতাংশ। যেখানে ছেলেদের পাশের হার ৯৮.৭ শতাংশের থেকে কিছু বেশি। আইএসসিতেও মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফল করেছে। এক্ষেত্রে মেয়েদের পাশের হার ৯৮ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৫.৯ শতাংশ।

রবিবার প্রকাশিত হয়েছে সিআইএসসিই বোর্ডের আইএসসি, আইসিএসই পরীক্ষার রেজাল্ট। এবছর সিআইএসসিই বোর্ডে আইএসসি পরীক্ষায় পাশের হার হল ৯৬.৯ শতাংশ, যা গত বছরের থেকে ২.৪ শতাংশ কম। তা সত্ত্বেও সিবিএসইর দ্বাদশ শ্রেণির থেকে এবছর সিআইএসসিই বোর্ডে ফল ভালো হয়েছে। উল্লেখ্য, এ বছর সিবিএসইর দ্বাদশ শ্রেণিতে পাশের হার হল ৮৭.৩ শতাংশ। অন্যদিকে, সিআইএসসিই বোর্ডে

দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার ৯৮.৯ শতাংশ। বাংলার দুইজন ছাত্র আইএসসি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছেন। তাঁরা প্রত্যেকে ৯৯.৭ শতাংশ করে নম্বর পেয়েছেন। এছাড়া, বাংলার আরও এক ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন। সারা দেশে মোট ৯ জন প্রথম হয়েছেন। দেশে যাঁরা প্রথম হয়েছে তাঁরা প্রত্যেকে ৯৯.৮ শতাংশ নম্বর পেয়েছেন।

উল্লেখ্য, কোভিডের কারণে তাদের আইসিএসসি পরীক্ষা বাতিল ছিল। ফলে আইএসসি শিক্ষার্থীদের জন্য এটি ছিল তাদের প্রথম বোর্ড পরীক্ষা। সিবিএসই বোর্ডে দ্বাদশ শ্রেণিতে পাশের হার গত বছরের থেকে ৫.৪ শতাংশ কমেছে। ফলে এবছর কলেজে ভর্তির দৌড়ে আইএসসি ছাত্রদের সঙ্গে তাঁদের প্রতিযোগিতা করা বেশ শক্ত হতে পারে বলেই মনে করছে স্কুলগুলি।

প্রায় ২.৩ লক্ষ ছাত্র আইসিএসইতে পরীক্ষা দিয়েছিলেন এবং ৯৮,৫০৫ জন ছাত্র আইএসসি পরীক্ষা দিয়েছিলেন৷ আইসিএসইতে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করেছে। মেয়েদের পাশের হার ৯৯.২ শতাংশ। যেখানে ছেলেদের পাশের হার ৯৮.৭ শতাংশের থেকে কিছু বেশি। আইএসসিতেও মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফল করেছে। এক্ষেত্রে মেয়েদের পাশের হার ৯৮ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৫.৯ শতাংশ। দশম শ্রেণির বোর্ডে পাসের হার ৯৮.৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৪ শতাংশ কম।

রাজ্যের দুইজন আইএসসিতে প্রথম স্থান অধিকারী হলেন কলকাতার হেরিটেজ স্কুলের মান্য গুপ্তা এবং শিলিগুড়ির ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভম কুমার আগরওয়াল। আইসিএসইতে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায়, ৯৯.৮ শতাংশ পেয়ে প্রথম হয়েছেন। বাংলায় আইসিএসইতে ৯৯.৬ শতাংশ পেয়ে পাঁচজন ছাত্র দ্বিতীয় এবং ৯৯.৪ শতাংশ পেয়ে ১৫ জন পড়ুয়া তৃতীয় স্থান অধিকার করেছে।দ্য হেরিটেজ স্কুলের সামগ্রিক ফলাফল বেশ ভালো হয়েছে। ২১৬ জন পড়ুয়ার মধ্যে ৩০ জন ৯৫ শতাংশের উপরে এবং ৬৪ জন ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে। হেরিটেজ স্কুলের অধ্যক্ষ সীমা সাপ্রু বলেন, ‘সামগ্রিকভাবে আমাদের স্কুলের ফলাফল খুব ভালো হয়েছে।’

বেশ কয়েকটি স্কুলের অধ্যক্ষরা জানিয়েছেন, যে তাঁরা পড়ুয়াদের প্রস্তুত করতে খুব কঠোর পরিশ্রম করেছিলেন। কারণ এই কোভিডের কারণে এই ব্যাচটি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছিল। কারণ তারা দশম শ্রেণিতে প্রথম বোর্ড পরীক্ষা দিতে পারেনি। একাদশ শ্রেণিতে তারা বেশিরভাগ অনলাইন ক্লাস করেছিল। পুনরায় স্কুল খোলার পরে তারা অফলাইন ক্লাস করার জন্য মাত্র এক বছর পেয়েছিল। গত বছর বোর্ড পরীক্ষা দুটি সেমিস্টারে নেওয়া হয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন